image

গ্রামীণ কল্যাণের রিট খারিজের রায় প্রত্যাহার, পুনরায় শুনানি হবে

শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

পাঁচটি করবর্ষের জন্য ৬০০ কোটির বেশি টাকার কর দাবির বিপরীতে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিট খারিজের রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। বিষয়টি পুনরায় শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৪ আগস্ট রিট খারিজ করে রায় দিয়েছিল। তবে, পরে আবিষ্কৃত হয় যে, দ্বৈত বেঞ্চের দ্বিতীয় বিচারক অতীতে সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে একই মামলায় যুক্ত ছিলেন। এ কারণে রায়টি ত্রুটিপূর্ণ বলে গণ্য হয় এবং গত ২৯ আগস্ট তা প্রত্যাহার করা হয়।

গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন জানান, পুনরায় শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, যিনি নতুন বেঞ্চ নির্ধারণ করবেন।

মামলাটি ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য কর পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকার কর দাবির বিষয়ে করা হয়। ২০১৭ সালে এ নিয়ে পৃথক দুটি রিট করা হলে হাইকোর্ট রুল জারি করে। তবে, গত ৪ আগস্ট রিট খারিজের রায় হয়, যা এখন প্রত্যাহার করে নেওয়া হলো।

এনবিআর কর দাবির বিরুদ্ধে লিভ টু আপিল করলেও সুপ্রিম কোর্ট গত মার্চ মাসে মূল বিষয়বস্তুর ওপর হাইকোর্টে শুনানির নির্দেশ দেয়, যার পরিপ্রেক্ষিতে রিট খারিজ হয়েছিল।

‘নগর-মহানগর’ : আরও খবর

সম্প্রতি