বাংলাদেশের সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ-সমাবেশে জোটের নেতারা জানান, সংখ্যালঘুদের ওপর নানা হুমকি ও নির্যাতন চলছে। তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমাবেশে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও সংখ্যালঘুরা অনিরাপদ। তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে।
সমাবেশে অন্য বক্তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সঠিক তদন্ত ও বিচারের জন্য নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান। এছাড়া, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় এবং দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাস এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্মল বিশ্বাস।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
বাংলাদেশের সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ-সমাবেশে জোটের নেতারা জানান, সংখ্যালঘুদের ওপর নানা হুমকি ও নির্যাতন চলছে। তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমাবেশে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও সংখ্যালঘুরা অনিরাপদ। তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে।
সমাবেশে অন্য বক্তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সঠিক তদন্ত ও বিচারের জন্য নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানান। এছাড়া, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় এবং দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাস এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্মল বিশ্বাস।