ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক রিকশাচালক। এ সময় পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে জমায়েতের পর তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করতে চাইলে পুলিশ বাধা দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড় অবরোধ করেন চালকেরা। এ সময় সড়কের দুদিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ। তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। বেলা আড়াইটার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক ছেড়ে দেন। পরিস্থিতি শান্ত হয়।
বেলা তিনটার দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করার সময় পুলিশের ট্রাফিক বক্সে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। রিকশাচালকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার, ২০ নভেম্বর ২০২৪
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক রিকশাচালক। এ সময় পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বুধবার দুপুর ১২ টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে জমায়েতের পর তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করতে চাইলে পুলিশ বাধা দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড় অবরোধ করেন চালকেরা। এ সময় সড়কের দুদিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ। তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। বেলা আড়াইটার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক ছেড়ে দেন। পরিস্থিতি শান্ত হয়।
বেলা তিনটার দিকে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করার সময় পুলিশের ট্রাফিক বক্সে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। রিকশাচালকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।