আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে
রাজধানীর বনানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, আগুনের সূত্রপাতের খবর পাওয়ার পরপরই বনানীর ৩টি স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা দেরি হয়।
ফায়ার ফাইটার শিহাব সরকার জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তির ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
রাজধানীর বনানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, আগুনের সূত্রপাতের খবর পাওয়ার পরপরই বনানীর ৩টি স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা দেরি হয়।
ফায়ার ফাইটার শিহাব সরকার জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বস্তির ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।