রাজধানীর শাহবাগে ১০ বছর বয়সী ফুলবিক্রেতা এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম একথা জানান।
জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটি শাহবাগ এলাকায় তার নানীর সাথে থাকত। সে ওই এলাকায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করত।
তারেকুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে ওই ঘটনার পরপরই ১৯ বছর বয়সী রায়হানকে আটক করেছে পুলিশ।
তারেকুল বলেন, রাতে বারডেম হাসপাতালের উল্টাদিকে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করা হয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ঘটনা দেখতে পেয়ে ওই ছেলেটিকে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রায়হানকে আটক করে বলে জানিয়েছেন তারেকুল।
তিনি আরও বলেন, রায়হান এই শহরের একজন ভাসমান মানুষ। এ ঘটনায় মামলা দায়েরের কাজটি প্রক্রিয়াধীন আছে।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
রাজধানীর শাহবাগে ১০ বছর বয়সী ফুলবিক্রেতা এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম একথা জানান।
জানা যায়, ধর্ষণের শিকার মেয়েটি শাহবাগ এলাকায় তার নানীর সাথে থাকত। সে ওই এলাকায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করত।
তারেকুল ইসলাম জানান, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে ওই ঘটনার পরপরই ১৯ বছর বয়সী রায়হানকে আটক করেছে পুলিশ।
তারেকুল বলেন, রাতে বারডেম হাসপাতালের উল্টাদিকে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করা হয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ঘটনা দেখতে পেয়ে ওই ছেলেটিকে আটকে রাখে। পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রায়হানকে আটক করে বলে জানিয়েছেন তারেকুল।
তিনি আরও বলেন, রায়হান এই শহরের একজন ভাসমান মানুষ। এ ঘটনায় মামলা দায়েরের কাজটি প্রক্রিয়াধীন আছে।