ঢাকার হাজারীবাগে ফিনিক্স লেদার নামে একটি কারখানার চামড়ার গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।
এর আগে, বেলা ২টা ১৪ মিনিটের দিকে সাততলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বেলা ২টা ২৩ মিনিটে। পরে আরও ১০টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ভবনের ভেতরে আটকে পড়া সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি এক প্লাটুন বিজিবি সদস্যও উদ্ধারকাজে সহায়তা করেছে।
তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
ঢাকার হাজারীবাগে ফিনিক্স লেদার নামে একটি কারখানার চামড়ার গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।
এর আগে, বেলা ২টা ১৪ মিনিটের দিকে সাততলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বেলা ২টা ২৩ মিনিটে। পরে আরও ১০টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, ভবনের ভেতরে আটকে পড়া সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি এক প্লাটুন বিজিবি সদস্যও উদ্ধারকাজে সহায়তা করেছে।
তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।