মেনিনজাইটিস টিকা না পেয়ে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ বিদেশগামী ব্যক্তি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার অবরোধে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
সৌদি সরকার আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওমরাহ ও ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে। অনেকেই ট্রাভেল এজেন্সির পরামর্শে স্কয়ার হাসপাতালে গেলে সেখানে টিকা না পেয়ে বিক্ষোভ শুরু করেন।
স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী ইউসুফ সিদ্দিক জানান, তারা দৈনিক ৫-৭টি টিকা দিয়ে থাকেন, তবে অতিরিক্ত চাহিদার জন্য সরবরাহ কমে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মা ও রেডিয়েন্ট ফার্মার কাছে টিকা না থাকায় তারা দিতে পারছেন না।
ইউসুফ সিদ্দিক জানান, মেনিনজাইটিস টিকা সংক্রান্ত কোনো নির্দেশনা স্বাস্থ্য বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসেনি। এত মানুষকে টিকা দেওয়ার মতো পর্যাপ্ত সরবরাহও দেশে নেই।
শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানান, প্রবাসীদের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে যান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রার অন্তত ১০ দিন আগে টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে এক বছরের কম বয়সী শিশু ও গত তিন বছরের মধ্যে টিকা নেওয়া ব্যক্তিরা এর আওতার বাইরে থাকবেন।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
মেনিনজাইটিস টিকা না পেয়ে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ বিদেশগামী ব্যক্তি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টার অবরোধে আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
সৌদি সরকার আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওমরাহ ও ভিজিট ভিসায় যাওয়া ব্যক্তিদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে। অনেকেই ট্রাভেল এজেন্সির পরামর্শে স্কয়ার হাসপাতালে গেলে সেখানে টিকা না পেয়ে বিক্ষোভ শুরু করেন।
স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী ইউসুফ সিদ্দিক জানান, তারা দৈনিক ৫-৭টি টিকা দিয়ে থাকেন, তবে অতিরিক্ত চাহিদার জন্য সরবরাহ কমে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মা ও রেডিয়েন্ট ফার্মার কাছে টিকা না থাকায় তারা দিতে পারছেন না।
ইউসুফ সিদ্দিক জানান, মেনিনজাইটিস টিকা সংক্রান্ত কোনো নির্দেশনা স্বাস্থ্য বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আসেনি। এত মানুষকে টিকা দেওয়ার মতো পর্যাপ্ত সরবরাহও দেশে নেই।
শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানান, প্রবাসীদের ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা প্রবাসী কল্যাণ ভবনের দিকে চলে যান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যাত্রার অন্তত ১০ দিন আগে টিকা নেওয়া বাধ্যতামূলক। তবে এক বছরের কম বয়সী শিশু ও গত তিন বছরের মধ্যে টিকা নেওয়া ব্যক্তিরা এর আওতার বাইরে থাকবেন।