ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা সবার জানা থাকলেও সবাই হয়তো হাসিমুখে ঈদ করতে পারে না। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে পারছে না। তাই বলে ঈদের দিন মন খারাপের হবে এটা কারোর কাম্য নয়। সে লক্ষ্যে উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ূথ ক্লাব বিগত প্রায় এক দশক ধরে ঈদের আগে এলাকার দুঃস্থ মানুষের মাঝে সেমাই চিনি দুধ প্রদান করে আসছে। অন্তত ঈদের দিন সকালে মিষ্টি মুখ যেন তারা করতে পারে। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার বলেন, প্রায় এক দশক আগে আমরা ছোট করে কাজটা শুরু করলেও এ বছর প্রায় দেড়শ পরিবারে আমরা সেমাই চিনি বিলি করতে সক্ষম হয়েছি। শুরুটা ক্লাব সদস্যদের চাদার টাকা দিয়ে হলেও, আলহামদুলিল্লাহ বর্তমানে বেশ কিছু বন্ধুবান্ধব এই কার্যক্রমে এগিয়ে এসেছে যা সত্যি অনুপ্রেরণা দায়ক। সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদে এ প্রসঙ্গে জানান, ক্লাব প্রথা যেন দিন দিন উঠে যাচ্ছে অথচ ক্লাব মানুষের সমাজের পাশে এসে দাঁড়ায়। আমরা পূর্বাচল ইয়ূথ ল ক্লাবের মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করছি। শুধু সেমাই চিনি নয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং কোরবানি ঈদের সময় বর্জ্য অপসারণে পলিথিন ব্যাগ বিতরণসহ নানারকম কার্যক্রম আমরা ক্লাবের পক্ষ থেকে করে থাকি। আমি মনে করি এ ধরনের সামাজিক উন্নয়নমূলক ক্লাব প্রত্যেকটি এলাকায় থাকা উচিত। সাংগঠনিক সম্পাদক তৌফিক অপু জানান, একটি ভালো ক্লাব সমাজকে ব্যালেন্স করে সমাজের উন্নতি ত্বরান্বিত করে। তাই সামাজিক উন্নয়নের জন্য সামাজিক ক্লাব হওয়া খুব জরুরী।
এসো মিলি ঈদ উৎসবে কার্যক্রমটি উদ্বোধন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারাও পূর্বাচল ইয়ুথ ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় পাশে থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
রোববার, ৩০ মার্চ ২০২৫
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা সবার জানা থাকলেও সবাই হয়তো হাসিমুখে ঈদ করতে পারে না। সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে পারছে না। তাই বলে ঈদের দিন মন খারাপের হবে এটা কারোর কাম্য নয়। সে লক্ষ্যে উত্তর বাড্ডা পূর্বাচল ইয়ূথ ক্লাব বিগত প্রায় এক দশক ধরে ঈদের আগে এলাকার দুঃস্থ মানুষের মাঝে সেমাই চিনি দুধ প্রদান করে আসছে। অন্তত ঈদের দিন সকালে মিষ্টি মুখ যেন তারা করতে পারে। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার বলেন, প্রায় এক দশক আগে আমরা ছোট করে কাজটা শুরু করলেও এ বছর প্রায় দেড়শ পরিবারে আমরা সেমাই চিনি বিলি করতে সক্ষম হয়েছি। শুরুটা ক্লাব সদস্যদের চাদার টাকা দিয়ে হলেও, আলহামদুলিল্লাহ বর্তমানে বেশ কিছু বন্ধুবান্ধব এই কার্যক্রমে এগিয়ে এসেছে যা সত্যি অনুপ্রেরণা দায়ক। সবার প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ক্লাবের সাধারণ সম্পাদক তুষার আহমেদে এ প্রসঙ্গে জানান, ক্লাব প্রথা যেন দিন দিন উঠে যাচ্ছে অথচ ক্লাব মানুষের সমাজের পাশে এসে দাঁড়ায়। আমরা পূর্বাচল ইয়ূথ ল ক্লাবের মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করছি। শুধু সেমাই চিনি নয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং কোরবানি ঈদের সময় বর্জ্য অপসারণে পলিথিন ব্যাগ বিতরণসহ নানারকম কার্যক্রম আমরা ক্লাবের পক্ষ থেকে করে থাকি। আমি মনে করি এ ধরনের সামাজিক উন্নয়নমূলক ক্লাব প্রত্যেকটি এলাকায় থাকা উচিত। সাংগঠনিক সম্পাদক তৌফিক অপু জানান, একটি ভালো ক্লাব সমাজকে ব্যালেন্স করে সমাজের উন্নতি ত্বরান্বিত করে। তাই সামাজিক উন্নয়নের জন্য সামাজিক ক্লাব হওয়া খুব জরুরী।
এসো মিলি ঈদ উৎসবে কার্যক্রমটি উদ্বোধন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারাও পূর্বাচল ইয়ুথ ক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় পাশে থাকার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।