খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যার ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে টিএসসিতে আয়োজিত এক কর্মসূচি থেকে দাবি জানানো হয়, কুয়েটের উপাচার্যকে রাত ১০টার মধ্যে পদত্যাগ করতে হবে, অন্যথায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
রাত এগারটার পর আরও কয়েক শতাধিক শিক্ষার্থী এই অবরোধে অংশ নেন। আন্দোলনকারীরা ‘দালাল ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’—এমন নানা স্লোগানে উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল করে তোলে শাহবাগ মোড়।
আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “সরকার কুয়েটের উপাচার্যকে অপসারণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ না নিলে এই অবরোধ চলবে। আমরা কোনো আশ্বাস ছাড়া এই কর্মসূচি প্রত্যাহার করব না। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব।”
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হলে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
সংঘর্ষের ঘটনার প্রায় দুই মাস পর ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার থেকে কুয়েটের ৩২ শিক্ষার্থী অনেশনে বসেছেন। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যার ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে টিএসসিতে আয়োজিত এক কর্মসূচি থেকে দাবি জানানো হয়, কুয়েটের উপাচার্যকে রাত ১০টার মধ্যে পদত্যাগ করতে হবে, অন্যথায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
রাত এগারটার পর আরও কয়েক শতাধিক শিক্ষার্থী এই অবরোধে অংশ নেন। আন্দোলনকারীরা ‘দালাল ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’—এমন নানা স্লোগানে উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল করে তোলে শাহবাগ মোড়।
আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “সরকার কুয়েটের উপাচার্যকে অপসারণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ না নিলে এই অবরোধ চলবে। আমরা কোনো আশ্বাস ছাড়া এই কর্মসূচি প্রত্যাহার করব না। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব।”
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হলে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
সংঘর্ষের ঘটনার প্রায় দুই মাস পর ১৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার থেকে কুয়েটের ৩২ শিক্ষার্থী অনেশনে বসেছেন। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করছেন।