রাজধানীর সিদ্ধেশ্বরীতে গতকাল শনিবার সকালে এক নারীকে চলন্ত গাড়ি থেকে ছিনতাই করা হয়। সাদা রঙের একটি প্রাইভেট কারের সামনের জানালা দিয়ে একজন ছিনতাইকারী ওই নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ টেনে নেয়, ফলে তিনি মাটিতে পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে থাকে।
ভিডিওতে দেখা যায়, গাড়িটি নারীর সামনে এসে এক–দুই সেকেন্ডের মধ্যে ব্যাগটি টেনে নেয়। এরপর ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পরে নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মধ্যে তিনি আবার দাঁড়িয়ে ছিলেন এবং অন্যদের সঙ্গে কথা বলছিলেন, এ সময় তার কনুইয়ে আঘাতের চিহ্ন ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
রাজধানীর সিদ্ধেশ্বরীতে গতকাল শনিবার সকালে এক নারীকে চলন্ত গাড়ি থেকে ছিনতাই করা হয়। সাদা রঙের একটি প্রাইভেট কারের সামনের জানালা দিয়ে একজন ছিনতাইকারী ওই নারীর হাত থেকে ভ্যানিটি ব্যাগ টেনে নেয়, ফলে তিনি মাটিতে পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে থাকে।
ভিডিওতে দেখা যায়, গাড়িটি নারীর সামনে এসে এক–দুই সেকেন্ডের মধ্যে ব্যাগটি টেনে নেয়। এরপর ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পরে নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মধ্যে তিনি আবার দাঁড়িয়ে ছিলেন এবং অন্যদের সঙ্গে কথা বলছিলেন, এ সময় তার কনুইয়ে আঘাতের চিহ্ন ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।