শনিবার ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। মীরের বাগ এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী ও চার-পাঁচ বছরের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। দুজনের গলায় কাপড় প্যাঁচানো ছিল বলে সদরঘাট ফাঁড়ির নৌ পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেন বরিশালের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশের ধারণা, চারজনই হত্যার শিকার হয়েছেন। মাদারিপুর ঘাট থেকে লাশ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় এবং নারী ও শিশুর লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। দুটি মামলাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তদন্ত করছে নৌ পুলিশ।
নৌ পুলিশের ঢাকা রিজিওনের এসপি আব্দুল্লাহ্ আল মামুন রোববার সন্ধ্যায় জানান, “নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আশপাশের কারও স্বজন নিখোঁজ আছে এমন কেউ আমাদের কাছে আসেনি। আমরা নিখোঁজদের বিষয়ে খোঁজ চালাচ্ছি।”
নৌ পুলিশ বলেছে, নারী ও শিশুর লাশের গলায় ফাঁস দেওয়া ছিল। নারী ও পুরুষের হাতে বাঁধা ছিল ৫০ কেজির চালের বস্তা। নৌ পুলিশের এসপি জানিয়েছেন, “রশির দুই প্রান্তে দুজনের হাত বাঁধা ছিল। রশির সঙ্গে বাঁধা ছিল একটি চালের বস্তা; পুরুষের বাঁধা ডান হাত, নারীর বাঁধা বাঁ হাত।”
রোববার, ২৪ আগস্ট ২০২৫
শনিবার ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। মীরের বাগ এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী ও চার-পাঁচ বছরের এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। দুজনের গলায় কাপড় প্যাঁচানো ছিল বলে সদরঘাট ফাঁড়ির নৌ পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেন বরিশালের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশের ধারণা, চারজনই হত্যার শিকার হয়েছেন। মাদারিপুর ঘাট থেকে লাশ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় এবং নারী ও শিশুর লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। দুটি মামলাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে এবং তদন্ত করছে নৌ পুলিশ।
নৌ পুলিশের ঢাকা রিজিওনের এসপি আব্দুল্লাহ্ আল মামুন রোববার সন্ধ্যায় জানান, “নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আশপাশের কারও স্বজন নিখোঁজ আছে এমন কেউ আমাদের কাছে আসেনি। আমরা নিখোঁজদের বিষয়ে খোঁজ চালাচ্ছি।”
নৌ পুলিশ বলেছে, নারী ও শিশুর লাশের গলায় ফাঁস দেওয়া ছিল। নারী ও পুরুষের হাতে বাঁধা ছিল ৫০ কেজির চালের বস্তা। নৌ পুলিশের এসপি জানিয়েছেন, “রশির দুই প্রান্তে দুজনের হাত বাঁধা ছিল। রশির সঙ্গে বাঁধা ছিল একটি চালের বস্তা; পুরুষের বাঁধা ডান হাত, নারীর বাঁধা বাঁ হাত।”