বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে কয়েকশো শিক্ষার্থী মিছিলের মাধ্যমে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীরা স্লোগান দেন এবং দাবি পূরণ করতে অনুরোধ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করার বিষয়, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।
অবরোধে অংশ নেওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি উল্লেখ করেন, রংপুরে গত রাতে একজন স্নাতক প্রকৌশলীকে হুমকি দিয়ে আটকে রাখা হয়। যদিও থানায় মামলা হয়েছে, হুমকিদাতাদের এখনও গ্রেপ্তার করা হয়নি।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে কয়েকশো শিক্ষার্থী মিছিলের মাধ্যমে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শিক্ষার্থীরা স্লোগান দেন এবং দাবি পূরণ করতে অনুরোধ করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার না করার বিষয়, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি দেওয়া যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।
অবরোধে অংশ নেওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি উল্লেখ করেন, রংপুরে গত রাতে একজন স্নাতক প্রকৌশলীকে হুমকি দিয়ে আটকে রাখা হয়। যদিও থানায় মামলা হয়েছে, হুমকিদাতাদের এখনও গ্রেপ্তার করা হয়নি।