তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ হয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা। এ দাবিতে মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমরা প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছি। দাবি আদায় না হলে এখান থেকে অন্যত্রও যেতে পারি।”
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে। মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আসা বাসগুলো মোড় ঘুরে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগমুখী যানবাহনকেও থামিয়ে দেওয়া হচ্ছে। কাঁটাবন মোড় হয়ে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে।
বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, “জনদুর্ভোগ যেন না হয়, এজন্য আমরা রাতে আন্দোলন করেছি। কিন্তু দাবি না মানায় সড়ক অবরোধে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রুট চালু করা হয়েছে।”
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ হয়ে চলাচলকারী সব যানবাহন বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা। এ দাবিতে মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “আমরা প্রাথমিকভাবে শাহবাগ অবরোধ করেছি। দাবি আদায় না হলে এখান থেকে অন্যত্রও যেতে পারি।”
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে। মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আসা বাসগুলো মোড় ঘুরে ফিরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগমুখী যানবাহনকেও থামিয়ে দেওয়া হচ্ছে। কাঁটাবন মোড় হয়ে আসা গাড়িগুলো রাস্তায় আটকে আছে।
বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির মাহমুদ বলেন, “জনদুর্ভোগ যেন না হয়, এজন্য আমরা রাতে আন্দোলন করেছি। কিন্তু দাবি না মানায় সড়ক অবরোধে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রুট চালু করা হয়েছে।”