মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় হামলার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের জামিন আদালত নামঞ্জুর করেছে। একই মামলায় মো. আব্দুল্লাহ আল আমিনেরও জামিন আবেদন নাকচ করা হয়।
ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব রোববার শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, দুইজনের জামিন নামঞ্জুর করা হয়েছে। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “গত বছরের ৫ অগাস্ট স্বৈরশাসক হাসিনার বিদায়ের দিনই তারা ‘মঞ্চ ৭১’ প্রতিষ্ঠা করেছেন, উদ্দেশ্য হাসিনাকে ফিরিয়ে আনা।”
মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও জাতির অর্জনকে মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করা। ২৮ অগাস্ট সকালে গোল টেবিল বৈঠক এবং সেগুনবাগিচায় অনুষ্ঠান শুরু হলে হট্টগোল সৃষ্টি হয়। হামলাকারীরা আলোচনায় অংশ নেওয়া অনেককে ঘিরে রাখেন ও বাধা দেন।
ঘটনার সময় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজন পুলিশে তুলে নেওয়া হয়। পরে তাদের ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
এই ঘটনায় আহত হন বয়স্ক মুক্তিযোদ্ধা ও অন্যান্য অংশগ্রহণকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশের বক্তব্য, ‘মব’ হামলার মুখে নিরাপত্তার কারণে আক্রান্তদের নিয়ে যাওয়া হয়েছিল।
রোববার, ৩১ আগস্ট ২০২৫
মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় হামলার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের জামিন আদালত নামঞ্জুর করেছে। একই মামলায় মো. আব্দুল্লাহ আল আমিনেরও জামিন আবেদন নাকচ করা হয়।
ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব রোববার শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, দুইজনের জামিন নামঞ্জুর করা হয়েছে। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, “গত বছরের ৫ অগাস্ট স্বৈরশাসক হাসিনার বিদায়ের দিনই তারা ‘মঞ্চ ৭১’ প্রতিষ্ঠা করেছেন, উদ্দেশ্য হাসিনাকে ফিরিয়ে আনা।”
মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এর উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও জাতির অর্জনকে মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করা। ২৮ অগাস্ট সকালে গোল টেবিল বৈঠক এবং সেগুনবাগিচায় অনুষ্ঠান শুরু হলে হট্টগোল সৃষ্টি হয়। হামলাকারীরা আলোচনায় অংশ নেওয়া অনেককে ঘিরে রাখেন ও বাধা দেন।
ঘটনার সময় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ কয়েকজন পুলিশে তুলে নেওয়া হয়। পরে তাদের ১৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।
এই ঘটনায় আহত হন বয়স্ক মুক্তিযোদ্ধা ও অন্যান্য অংশগ্রহণকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশের বক্তব্য, ‘মব’ হামলার মুখে নিরাপত্তার কারণে আক্রান্তদের নিয়ে যাওয়া হয়েছিল।