সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক ও চোরাই ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে রাজশাহী জেলার তানোর থানা পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তানোর উপজেলার রায়তান আকসা মসজিদ মোড়ে নবনবী যাবার জন্য মো. রবিউল ইসলামের অটোচার্যার ভ্যান ভাড়া করে মো. সুজন ও মো. ফিরোজ ইসলাম।
শালবান্ধা এলাকায় আসতেই মো. মাফিকুল ইসলাম যাত্রী হিসেবে উঠতে চায়। এর মধ্যেই মো. সুজন ও ফিরোজ অটোচার্যারের চালকের মাথায় রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তাকে ফেলে অটোচার্যার নিয়ে পালিয়ে যায়। পরে গত ২৫ সেপ্টেম্বর তানোর থানার ওসি মো. আব্দুর রহিম নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি গ্যারেজের মধ্যে অভিযান চালিয়ে অটোচার্যার ভ্যানটি উদ্ধারসহ তানোর থানার ভদ্রখন্ড গ্রামের মো. নাজির হোসেন বাদশার ছেলে মো. সুজন উদ্দিনকে আটক করে।
তার দেয়া তথ্যেমতে ওইদিন সকাল ৮টায় তানোর থানার কাশেম বাজারে হানা দিয়ে একুই থানার মো. মনসুর রহমানের ছেলে মো. ফিরোজ ইসলাম ও নুর মোহাম্মদের ছেলে মো. মাফিুকুল ইসলামকে আটক করে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে আটক ও চোরাই ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে রাজশাহী জেলার তানোর থানা পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় তানোর উপজেলার রায়তান আকসা মসজিদ মোড়ে নবনবী যাবার জন্য মো. রবিউল ইসলামের অটোচার্যার ভ্যান ভাড়া করে মো. সুজন ও মো. ফিরোজ ইসলাম।
শালবান্ধা এলাকায় আসতেই মো. মাফিকুল ইসলাম যাত্রী হিসেবে উঠতে চায়। এর মধ্যেই মো. সুজন ও ফিরোজ অটোচার্যারের চালকের মাথায় রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তাকে ফেলে অটোচার্যার নিয়ে পালিয়ে যায়। পরে গত ২৫ সেপ্টেম্বর তানোর থানার ওসি মো. আব্দুর রহিম নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি গ্যারেজের মধ্যে অভিযান চালিয়ে অটোচার্যার ভ্যানটি উদ্ধারসহ তানোর থানার ভদ্রখন্ড গ্রামের মো. নাজির হোসেন বাদশার ছেলে মো. সুজন উদ্দিনকে আটক করে।
তার দেয়া তথ্যেমতে ওইদিন সকাল ৮টায় তানোর থানার কাশেম বাজারে হানা দিয়ে একুই থানার মো. মনসুর রহমানের ছেলে মো. ফিরোজ ইসলাম ও নুর মোহাম্মদের ছেলে মো. মাফিুকুল ইসলামকে আটক করে।