alt

অপরাধ ও দুর্নীতি

হাসপাতালে কাতরাচ্ছেন কবি রাধাপদ, হামলাকারীরা গ্রেপ্তার হয়নি

কবিকে নির্যাতনের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ

প্রতিনিধি, কুড়িগ্রাম : মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’ খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলা হয়েছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে অনানুষ্ঠানিক এক সালিশে বাগবিতন্ডার জের ধরেই হামলা।

হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্বৃত্তদের হামলায় আহত চারণ কবি হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন। কখনও হাত দিয়ে কখনও গামছা দিয়ে মুছছেন চোখের পানি। হাসপাতালে তাকে সাহস যোগাতে বিভিন্ন জায়গা থেকে লেখক ও সাহিত্য অনুরাগীরা আসছেন। রাধাপদ রায় তাদেরকে বলেছেন, ‘ওষুধে আমার শরীরের ব্যথা কমছে কিন্তু মনে যে আঘাত পেয়েছি সেটার উপশম হচ্ছে না। মনের ব্যথা আমাকে পীড়া দিচ্ছে। এ ব্যথা ভুলতে পারছি না।’

কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নিভৃত পল্লী মাধাইখাল গ্রামের বাসিন্দা। পূর্বশত্রুতার জেরে গত শনিবার তার ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় গত রোববার রাতে পাশের এলাকার অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেছেন।

আসামি রফিকুল ইসলাম (৩৫) ও কদু মিয়া (৪৫) নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তারা পেশায় রাজমিস্ত্রি। হাসপাতালে চিকিৎসাধীন রাধাপদ রায়ের খোঁজখবর রাখছে পুলিশ।

হাসপাতালের বিছানায় শুয়ে রাধাপদ রায় বলেন, ‘ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে আমার ওপর হামলা করা হয়েছে। হামলা করার অন্য কারণও থাকতে পারে। আমি ঘুমাতেই পারছি না। চোখ বন্ধ করলেই হামলার দৃশ্য ভেসে উঠছে। আমাকে নির্মমভাবে মারপিট করা হয়েছে। আমি ভাবতেই পারিনি আমার ওপর কেউ এভাবে হামলা করতে পারেন।’

রাধাপদ রায় জানান, কদু মিয়া আমার বাড়িতে এসে টাকা লেনদেনের একটি ঘটনা নিয়ে তর্কে লিপ্ত হয়। সাধারণ মানুষের মধ্যে যে ধরনের তর্ক হয় সেই তর্কের বাইরে ছিল এই তর্কটি। তারা আমাকে ও আমার স্ত্রীকে হেয় করে কথা বলছিল। তারা বলছিল তোমাদের মারলে কে এগিয়ে আসবে! এরপর তারা আমার স্ত্রীকে অশ্রাব্য ভাষা ও ইঙ্গিত করে কথা বললে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলি আমার বাড়িতে এসে তোমরা এমন ভাষা ব্যবহার করে কথা বলো কেন, তোমাদের আমি ঘুসি মারবো। তিনি হাত নাড়িয়ে তাদের হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে কদু মিয়া জানান, এর প্রতিশোধ আমরা নেবো। দশ বছর হলেও ছাড়বো না।

কবির পরিবারের সদস্য ও স্থানীয়রা বলছেন, ছয়-সাত মাস আগে হামলাকারী রফিকুল ইসলামের বড় ভাই কদু মিয়ার সঙ্গে কবির ছেলে মাধব রায়ের ধার নেয়া ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। ওই সময় কদু মিয়া কবির বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। কবি তাকে ‘বেয়াদব’ বলেছিলেন। এ কারণে হয়তো কদু মিয়া তার ছোট ভাই রফিকুলকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। তবে হামলার পেছনে অন্য কারণ থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।

এ বিষয়ে রাধাপদ রায়ের ছোট ছেলে যুগলচন্দ্র জানান, আমি প্রতিবেশীদের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে নাগেশ^রী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরদিন ১ অক্টোবর বাদী হয়ে অভিযুক্ত দুই ভাইকে আসামি করে নাগেশ^রী থানায় মামলা দায়ের করি। তারা বাবাকে অমানুষিকভাবে মারধর করেছে। এতে আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি।

রাধাপদ রায়ের মেয়ে সান্তনা রানী জানান, মাকে তারা অকথ্য ভাষায় গালাগাল করে। আমরা এই বর্বর আচরণ ও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কবির মেয়ে সান্তনা রানী বলেন, ‘আমাদের বৃদ্ধ বাবার ওপর নির্মমভাবে আঘাত করা হয়েছে। তার চুল-দাড়ি ধরে টানাহ্যাঁচড়া করা হয়েছে। হামলার সময় সাম্প্রদায়িক বিষোদগার করা হয়। এর পর থেকে তিনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। তিনি সবসময় কাঁদছেন। আসামি রফিকুল ও কদু এখনও গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে আছি।’

নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেব আলী জানান, তাকে ফিজিক্যালি এ্যাসাল্ট করা হয়। তার পীঠে আঘাতের চিহ্ন রয়েছে। এখনও ব্যথা রয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখারুল ইসলাম বলেন, কবি রাধাপদ রায় এখন সুস্থ রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন।

নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি লিটন চৌধুরী জানান, এটি একটি অমানবিক ঘটনা। নাতির বয়সী ব্যক্তির হাতে একজন বয়োবৃদ্ধের নিগ্রহের ঘটনা মেনে নেয়া যায় না।

কুড়িগ্রাম জেলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক হাসান পলাশ বলেন, ‘কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আমরা মানসিকভাবে আহত হয়েছি। তার ওপর হামলা আমাদের জন্য হুমকির বার্তা দিয়েছে।’

সচেতন নাগরিক কমিটি সনাক কুড়িগ্রামের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মামলা হয়েছে, আশা করছি আসামিরা দ্রুত আইনের আওতায় আসবে। তবে ঘটনাটিকে অনেকেই ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছেন। এটি আরও দুঃখজনক। এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়।

এ ব্যাপারে নাগেশ^রী থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিদের ধরতে জোর তৎপরতা চলছে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা অসুস্থ রাধাপদ রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ২৫ বিশিষ্টজন। মঙ্গলবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

ছবি

মানবতাবিরোধী অপরাধ: তৌফিক–ই–ইলাহীর জামিন আবেদন খারিজ, ফারুক খানের শুনানি সোমবার

ছবি

সায়েন্স ল্যাব থেকে গ্রেপ্তার শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা

৫০ কোটি টাকা ঘুষের অভিযোগে সিলেট বিআরটিএ দুদকের অভিযান, ব্ল্যাঙ্ক চেক উদ্ধার

ছবি

সার আত্মসাৎ , সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি

সালমান এফ রহমানসহ পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ও ১০৭ বিও হিসাব অবরুদ্ধের আদেশ

ছবি

অভিনেতা সিদ্দিক সাত দিনের রিমান্ড শেষে কারাগারে

ছবি

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসি ও এসআই প্রত্যাহার

ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ছবি

তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

ছবি

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৮ মাদকসেবীর কারাদন্ড

ছবি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাগুরায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

ছবি

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ

ছবি

জুলাই আন্দোলন: হত্যা মামলায় তুরিন আফরোজসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ছবি

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এক মাস বাড়লো

ছবি

নোয়াখালীতে পরকীয়ায় বাঁধা দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে

ছবি

বরগুনার তালতলীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ

মাদক মামলায় কাভার্ডভ্যান মালিকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে সম্পতি লিখে না দেয়ায় বাবাকে মেরে আহত করেছে ছেলে মেয়েরা

ছবি

উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে, বহিষ্কার দাবি

বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত

সন্ত্রাসী ছোট সাজ্জাদ তিনদিনের রিমান্ডে

ছবি

মিরপুরে গুলিতে বিএনপি কর্মী শ্রাবণ নিহত, শেখ হাসিনাসহ ৪০৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি

হত্যা মামলার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে

ছবি

রাজউক প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ২২ জনের গ্রেপ্তার প্রতিবেদন পেন্ডিং, নতুন দিন ১২ মে

ছবি

উখিয়ায় চারজন হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ছবি

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার দূর্নীতির অভিযোগের শুনানী অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত

ছবি

আখাউড়ায় গুলিসহ গ্রেপ্তার ৩

সিলেটে এসআই জিয়াউলের বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ তদন্তে প্রমাণিত, সুপারিশ করা হলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

মায়ের সঙ্গে দুর্ব্যবহারের ক্ষোভে স্ত্রীকে খুন করেন মসজিদের ইমাম

চুনারুঘাটে শিশুকে ধর্ষণের ঘটনায় মাহফুজ কারাগারে

ছবি

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম তদন্ত প্রতিবেদন

ছবি

প্রাইমএশিয়ার ছাত্র খুন: বন্ধুদের ডাকে গিয়েই জড়িয়ে পড়ে হত্যায়, গ্রেপ্তার ৩ বহিরাগত

ছবি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন: বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা আসামি

রাজশাহীতে ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

tab

অপরাধ ও দুর্নীতি

হাসপাতালে কাতরাচ্ছেন কবি রাধাপদ, হামলাকারীরা গ্রেপ্তার হয়নি

কবিকে নির্যাতনের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ

প্রতিনিধি, কুড়িগ্রাম

মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’ খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলা হয়েছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে অনানুষ্ঠানিক এক সালিশে বাগবিতন্ডার জের ধরেই হামলা।

হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্বৃত্তদের হামলায় আহত চারণ কবি হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন। কখনও হাত দিয়ে কখনও গামছা দিয়ে মুছছেন চোখের পানি। হাসপাতালে তাকে সাহস যোগাতে বিভিন্ন জায়গা থেকে লেখক ও সাহিত্য অনুরাগীরা আসছেন। রাধাপদ রায় তাদেরকে বলেছেন, ‘ওষুধে আমার শরীরের ব্যথা কমছে কিন্তু মনে যে আঘাত পেয়েছি সেটার উপশম হচ্ছে না। মনের ব্যথা আমাকে পীড়া দিচ্ছে। এ ব্যথা ভুলতে পারছি না।’

কবি রাধাপদ রায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নিভৃত পল্লী মাধাইখাল গ্রামের বাসিন্দা। পূর্বশত্রুতার জেরে গত শনিবার তার ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কবির ছেলে জুগল রায় গত রোববার রাতে পাশের এলাকার অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেছেন।

আসামি রফিকুল ইসলাম (৩৫) ও কদু মিয়া (৪৫) নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তারা পেশায় রাজমিস্ত্রি। হাসপাতালে চিকিৎসাধীন রাধাপদ রায়ের খোঁজখবর রাখছে পুলিশ।

হাসপাতালের বিছানায় শুয়ে রাধাপদ রায় বলেন, ‘ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে আমার ওপর হামলা করা হয়েছে। হামলা করার অন্য কারণও থাকতে পারে। আমি ঘুমাতেই পারছি না। চোখ বন্ধ করলেই হামলার দৃশ্য ভেসে উঠছে। আমাকে নির্মমভাবে মারপিট করা হয়েছে। আমি ভাবতেই পারিনি আমার ওপর কেউ এভাবে হামলা করতে পারেন।’

রাধাপদ রায় জানান, কদু মিয়া আমার বাড়িতে এসে টাকা লেনদেনের একটি ঘটনা নিয়ে তর্কে লিপ্ত হয়। সাধারণ মানুষের মধ্যে যে ধরনের তর্ক হয় সেই তর্কের বাইরে ছিল এই তর্কটি। তারা আমাকে ও আমার স্ত্রীকে হেয় করে কথা বলছিল। তারা বলছিল তোমাদের মারলে কে এগিয়ে আসবে! এরপর তারা আমার স্ত্রীকে অশ্রাব্য ভাষা ও ইঙ্গিত করে কথা বললে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলি আমার বাড়িতে এসে তোমরা এমন ভাষা ব্যবহার করে কথা বলো কেন, তোমাদের আমি ঘুসি মারবো। তিনি হাত নাড়িয়ে তাদের হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে কদু মিয়া জানান, এর প্রতিশোধ আমরা নেবো। দশ বছর হলেও ছাড়বো না।

কবির পরিবারের সদস্য ও স্থানীয়রা বলছেন, ছয়-সাত মাস আগে হামলাকারী রফিকুল ইসলামের বড় ভাই কদু মিয়ার সঙ্গে কবির ছেলে মাধব রায়ের ধার নেয়া ৫০০ টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। ওই সময় কদু মিয়া কবির বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। কবি তাকে ‘বেয়াদব’ বলেছিলেন। এ কারণে হয়তো কদু মিয়া তার ছোট ভাই রফিকুলকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। তবে হামলার পেছনে অন্য কারণ থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।

এ বিষয়ে রাধাপদ রায়ের ছোট ছেলে যুগলচন্দ্র জানান, আমি প্রতিবেশীদের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে নাগেশ^রী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরদিন ১ অক্টোবর বাদী হয়ে অভিযুক্ত দুই ভাইকে আসামি করে নাগেশ^রী থানায় মামলা দায়ের করি। তারা বাবাকে অমানুষিকভাবে মারধর করেছে। এতে আমি মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি।

রাধাপদ রায়ের মেয়ে সান্তনা রানী জানান, মাকে তারা অকথ্য ভাষায় গালাগাল করে। আমরা এই বর্বর আচরণ ও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কবির মেয়ে সান্তনা রানী বলেন, ‘আমাদের বৃদ্ধ বাবার ওপর নির্মমভাবে আঘাত করা হয়েছে। তার চুল-দাড়ি ধরে টানাহ্যাঁচড়া করা হয়েছে। হামলার সময় সাম্প্রদায়িক বিষোদগার করা হয়। এর পর থেকে তিনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। তিনি সবসময় কাঁদছেন। আসামি রফিকুল ও কদু এখনও গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কে আছি।’

নাগেশ^রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেব আলী জানান, তাকে ফিজিক্যালি এ্যাসাল্ট করা হয়। তার পীঠে আঘাতের চিহ্ন রয়েছে। এখনও ব্যথা রয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখারুল ইসলাম বলেন, কবি রাধাপদ রায় এখন সুস্থ রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন।

নাগেশ^রী প্রেসক্লাবের সভাপতি লিটন চৌধুরী জানান, এটি একটি অমানবিক ঘটনা। নাতির বয়সী ব্যক্তির হাতে একজন বয়োবৃদ্ধের নিগ্রহের ঘটনা মেনে নেয়া যায় না।

কুড়িগ্রাম জেলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক হাসান পলাশ বলেন, ‘কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় আমরা মানসিকভাবে আহত হয়েছি। তার ওপর হামলা আমাদের জন্য হুমকির বার্তা দিয়েছে।’

সচেতন নাগরিক কমিটি সনাক কুড়িগ্রামের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মামলা হয়েছে, আশা করছি আসামিরা দ্রুত আইনের আওতায় আসবে। তবে ঘটনাটিকে অনেকেই ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছেন। এটি আরও দুঃখজনক। এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়।

এ ব্যাপারে নাগেশ^রী থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিদের ধরতে জোর তৎপরতা চলছে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা অসুস্থ রাধাপদ রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। তাকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ২৫ বিশিষ্টজন। মঙ্গলবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

back to top