নীলফামারীর ডিমলায় কোদাল দিয়ে কুপিয়ে নিজ বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে জলঢাকার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার চরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ। পরে তাকে ডিমলা থানায় নিয়ে আসা হয়।এর আগে ওই মঙ্গলবার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলীর মিলনপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে ছেলে নুর ইসলাম তার নিজ বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত কপদ্দির ছেলে।
এ বিষয়ে জানতে চেয়ে জলঢাকা থানার ওসি মুক্তারুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি বিরক্তবোধ হয়ে বিষয়টি নিশ্চিত না করেই কলটি কেটে দেন। তবে গ্রেপ্তার অভিযানে থাকা জলঢাকা থানার একজন সাব ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
নীলফামারীর ডিমলায় কোদাল দিয়ে কুপিয়ে নিজ বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে জলঢাকার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত এলাকার চরে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ। পরে তাকে ডিমলা থানায় নিয়ে আসা হয়।এর আগে ওই মঙ্গলবার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাখুলীর মিলনপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে ছেলে নুর ইসলাম তার নিজ বাবা আব্দুল আজিজকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।নিহত আব্দুল আজিজ ওই এলাকার মৃত কপদ্দির ছেলে।
এ বিষয়ে জানতে চেয়ে জলঢাকা থানার ওসি মুক্তারুল ইসলামের মুঠো ফোনে কল করা হলে তিনি বিরক্তবোধ হয়ে বিষয়টি নিশ্চিত না করেই কলটি কেটে দেন। তবে গ্রেপ্তার অভিযানে থাকা জলঢাকা থানার একজন সাব ইন্সপেক্টর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।