নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেখে ফেলায় মনসুর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে ডাকাত সাকিব ও তার সহযোগীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি মজলিস এলাকায় ব্যবসায়ীর উপর ডাকাতদের হামলার এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ একাধিক মামলার আসামী সাকিব (৩৫) দেশী বিদেশী অস্ত্রসহ তার সহযোগী ডাকাতদের নিয়ে বাড়ি মজলিস এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে পার্টস ব্যবসায়ী মনসুর (৩৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাদের দেখতে পেয়ে কি কারণে তারা সেখানে অবস্থান করছে তা জানতে চাইলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা ব্যবসায়ী মনসুরের উপর ধারালো অস্ত্র চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে এলোপাতারি কোপাতে থাকে।
ব্যবসায়ী মনসুর চিৎকার দিতে দিতে দৌড়ে উপজেলা সড়কে এসে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, এলাকার ডাকাত সাকিব হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টা গ্রামসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে সাকিব ও তার বাহিনী। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তার অত্যাচারে অতিষ্ট স্থানীয়রা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাত সাকিবকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় দেখে ফেলায় মনসুর নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করেছে ডাকাত সাকিব ও তার সহযোগীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি মজলিস এলাকায় ব্যবসায়ীর উপর ডাকাতদের হামলার এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউপির কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ একাধিক মামলার আসামী সাকিব (৩৫) দেশী বিদেশী অস্ত্রসহ তার সহযোগী ডাকাতদের নিয়ে বাড়ি মজলিস এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে পার্টস ব্যবসায়ী মনসুর (৩৮) নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাদের দেখতে পেয়ে কি কারণে তারা সেখানে অবস্থান করছে তা জানতে চাইলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা ব্যবসায়ী মনসুরের উপর ধারালো অস্ত্র চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে এলোপাতারি কোপাতে থাকে।
ব্যবসায়ী মনসুর চিৎকার দিতে দিতে দৌড়ে উপজেলা সড়কে এসে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, এলাকার ডাকাত সাকিব হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টা গ্রামসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা এলাকায় ডাকাতি, ছিনতাই করে থাকে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করে সাকিব ও তার বাহিনী। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তার অত্যাচারে অতিষ্ট স্থানীয়রা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম জানান, ব্যবসায়ীর উপর হামলার ঘটনা শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ডাকাত সাকিবকে ধরতে অভিযান চালানো হচ্ছে। সাকিব একাধিক মামলার আসামী। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।