জুলাই মাসে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম রিমান্ড শেষে সিদ্দিককে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গুলশান থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে একদল যুবক সিদ্দিককে আটক করে মারধর করার পর রমনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রমনা থানা পুলিশ তাকে গুলশান থানায় নেয় এবং পরদিন তাকে সাত দিনের রিমান্ডে নেয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় তিনি গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। তবে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত। সিদ্দিক মনোনয়ন না পেয়ে ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই ভ্রমণের কথা জানিয়ে আলোচনায় আসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
বুধবার, ০৭ মে ২০২৫
জুলাই মাসে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম রিমান্ড শেষে সিদ্দিককে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গুলশান থানার প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে একদল যুবক সিদ্দিককে আটক করে মারধর করার পর রমনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রমনা থানা পুলিশ তাকে গুলশান থানায় নেয় এবং পরদিন তাকে সাত দিনের রিমান্ডে নেয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় তিনি গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুর পর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। তবে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত। সিদ্দিক মনোনয়ন না পেয়ে ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই ভ্রমণের কথা জানিয়ে আলোচনায় আসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনের জন্যও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।