alt

অপরাধ ও দুর্নীতি

নরসিংদী জোড়া খুন

খোকন-শিরিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল হান্নান ভূইয়া, নরসিংদী : শনিবার, ২৭ মে ২০২৩

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানসহ দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় মামলা হয়। মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। নিহত ছাত্রনেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এই মামলায় যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে হত্যাকান্ডের ঘটনায় মামলা হলেও মামলার কোন আসামিদের নাম দেয়নি বলে বাদী আলতাফ হোসেন দাবি করে বলেন, থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলায় নাম উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে বিএনপি দুর্গে সমালোচনার ঝড় উঠেছে।

মামলার বেশিরভাগ আসামিরা স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মামলার আসামি জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তার ভাতিজা রাসেল মিয়াকে শনিবার (২৭ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদে পুলিশ শনিবার শনিবার নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ প্রেরণ করলে বিজ্ঞ আদালত আজ আসামিদের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। অন্যান্য আসামিরা হলো খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, (৩) জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, (৪) বিএনপির নেতা জায়দুল ইসলাম জাহিদ (৫) ইলিয়াস আলী ভূইয়া, (৬) আল-আমিন, (৭) তানভির, (৮) রবিউল ইসলাম রবি, (৯) সোহেল, (১০) সাদ্দাম হোসেন ভূইয়া, (১১) মো. ওয়ালিদ হোসেন (১২) রিফাত, (১৩) জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফ সরকার রনি, (১৪) সাইফুল ইসলাম ভূইয়া, (১৫) শামিম সরকার, (১৬) শহর যুবদলের আহ্বায়ক চৌধুরী সুমন, (১৭) যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, (১৮) রুবেল হাসান, (১৯) চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, (২০) সজিব, (২১) নাজমুল ভূইয়া, (২২) গোলজার হোসেন, (২৩) শহিদুজ্জামান, (২৪) শাকিল চৌধুরী, (২৫) হানফ সরকার (২৬) আল আমিন ওরফে হাদি, (২৭) ইমাম মেম্বার, (২৮) বাবুল খন্দকার, (২৯) রাসেল মিয়া, (৩০) কামাল হোসেন ভূইয়া। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে নিহত আশরাফুল ইসলামের পিতা শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এসে একটি লিখিতভাবে জানান, আমার ছেলে নিহত আশরাফুল ইসলাম কোন রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং কোন রাজনৈতিক দলের কর্মীও নয়। তার বয়স সাড়ে ১৬ বছর। সে নরসিংদী অরবিট পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম বর্ষের ছাত্র। ঘটনার দিন বিকেলে তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদ্য বহিষ্কৃত সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে মারা যায় সাদেকুর রহমান ও পরদিন শুক্রবার সকালে মৃত্যু হয় আশরাফুল ইসলামের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতারা জানায়, বিএনপির অন্তঃকোন্দলের কারণে এই জোড়া হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের গুটিকয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য পদবঞ্চিত নেতাদের উস্কিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নি সংযোগসহ বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের ওপর হামলা করার জন্য পদবঞ্চিত নেতাদের লেলিয়ে দেয়া হয়। একই সঙ্গে রাস্তাঘাট, কোর্ট-কাচারিতে হাজিরা দিতে এলে একাধিক খোকনপন্থিদের ওপর হামলা মারপিট করেন পদবঞ্চিতরা। আর এসব করতে পদবঞ্চিত নেতাদের অর্থনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিয়েছেন বিএনপির শিল্পপতি এক নেতা। দলে বিভাজন ও অন্তঃকোন্দলে দল ক্ষতিগ্রস্ত হলেও এই নেতা রয়েছেন বহাল তবিয়তে। এমনকি তার নামে মামলাও হয়নি। কারন তিনি পুলিশের সঙ্গে আতাত করে চলেন।

বিএনপি নেতারা আরও জানায়, আন্দোলন কর্মসূচি সফল করতে বিএনপি নেতারা কোন প্রোগ্রাম করতে পারে না। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতারা মিছিল নিয়ে জেলখানার মোড় অতিক্রম করতে পারে না। কিন্তু ছাত্রদলের পদবঞ্চিত নেতারা অস্ত্রশস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে কী করে? পদবঞ্চিত নেতারা দলবেধে ককটেল রামদা বন্দুক নিয়ে বিএনপি কার্যালয়ে এসে হামলা চালায় কী করে? তাদের পুলিশ আটক করেও ছেড়ে দেয়। এর মানে কী? শহরে বিশৃঙ্খলা করতে পুলিশ এই পদবঞ্চিত নেতাদের পরোক্ষভাবে সহায়তা করেছে। পুলিশ ও বিএনপির স্বার্থান্বেষি কিছু নেতার করণেই আজ ঝড়ে গেল তাজা দুইটি প্রাণ।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপিকে দমন করতেই এমন মামলা করা হয়েছে। জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে ও দলীয় কিছু নেতাদের মদদে তারা আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এখন তারা নিজেরা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে বলছে। তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের গাড়ি বহরে হামলা ও গুলি করা হলো, একাধিক বার দলীয় কার্যালয় ভাঙচুর করা হলো। কিন্তু পদবঞ্চিত নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি। যার কারণে তারা বারবার এসব সস্ত্রাসী কর্মকান্ড করে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

পুলিশ জানায়, জোড়া হত্যাকান্ডের ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন। এ ঘটনায় যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে জেলা ছাত্রদলের সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মাইন উদ্দিন ভূঁইয়া। প্রত্যাশিত পদ না পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন। এর জেরে গত ১২ ফেব্রুয়ারি মাইনুদ্দিনসহ মোট তিনজন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার রাতেই পদবঞ্চিত নেতাদের ২০-২৫ জন সমর্থক জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন। ইট-পাটকেল ছুড়ে কার্যালয়ের জানালা ও সিঁড়ির গ্লাস ভাঙচুর করেন। ৩০ জানুয়ারি বিকেলে ওই স্থানেই খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা দাহ করেন তারা। ওই কমিটি বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ১১ ফেব্রুয়ারি সকালে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে খায়রুল কবির খোকনের গাড়ি বহরে গুলি ও ককটেল হামলার ঘটনাও ঘটে। ৫ এপ্রিল কার্যালয়ে হামলা চালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়া হয়। সর্বশেষ ২০ মে আবার ইট-পাটকেল ছুড়ে কার্যালয়ের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।

ছবি

মানবতাবিরোধী অপরাধ: তৌফিক–ই–ইলাহীর জামিন আবেদন খারিজ, ফারুক খানের শুনানি সোমবার

ছবি

সায়েন্স ল্যাব থেকে গ্রেপ্তার শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা

৫০ কোটি টাকা ঘুষের অভিযোগে সিলেট বিআরটিএ দুদকের অভিযান, ব্ল্যাঙ্ক চেক উদ্ধার

ছবি

সার আত্মসাৎ , সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি

সালমান এফ রহমানসহ পরিবারের ৯৪ কোম্পানির শেয়ার ও ১০৭ বিও হিসাব অবরুদ্ধের আদেশ

ছবি

অভিনেতা সিদ্দিক সাত দিনের রিমান্ড শেষে কারাগারে

ছবি

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসি ও এসআই প্রত্যাহার

ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ছবি

তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

ছবি

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৮ মাদকসেবীর কারাদন্ড

ছবি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাগুরায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

ছবি

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ

ছবি

জুলাই আন্দোলন: হত্যা মামলায় তুরিন আফরোজসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ছবি

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এক মাস বাড়লো

ছবি

নোয়াখালীতে পরকীয়ায় বাঁধা দেয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে

ছবি

বরগুনার তালতলীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ

মাদক মামলায় কাভার্ডভ্যান মালিকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে সম্পতি লিখে না দেয়ায় বাবাকে মেরে আহত করেছে ছেলে মেয়েরা

ছবি

উল্লাপাড়ায় বিএনপির ৭ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে, বহিষ্কার দাবি

বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত

সন্ত্রাসী ছোট সাজ্জাদ তিনদিনের রিমান্ডে

ছবি

মিরপুরে গুলিতে বিএনপি কর্মী শ্রাবণ নিহত, শেখ হাসিনাসহ ৪০৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি

হত্যা মামলার দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে

ছবি

রাজউক প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ২২ জনের গ্রেপ্তার প্রতিবেদন পেন্ডিং, নতুন দিন ১২ মে

ছবি

উখিয়ায় চারজন হত্যার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ছবি

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার দূর্নীতির অভিযোগের শুনানী অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় ব্যবসায়ী আহত

ছবি

আখাউড়ায় গুলিসহ গ্রেপ্তার ৩

সিলেটে এসআই জিয়াউলের বিরুদ্ধে ধর্ষণসহ নানা অভিযোগ তদন্তে প্রমাণিত, সুপারিশ করা হলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

মায়ের সঙ্গে দুর্ব্যবহারের ক্ষোভে স্ত্রীকে খুন করেন মসজিদের ইমাম

চুনারুঘাটে শিশুকে ধর্ষণের ঘটনায় মাহফুজ কারাগারে

ছবি

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম তদন্ত প্রতিবেদন

ছবি

প্রাইমএশিয়ার ছাত্র খুন: বন্ধুদের ডাকে গিয়েই জড়িয়ে পড়ে হত্যায়, গ্রেপ্তার ৩ বহিরাগত

ছবি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন: বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতা আসামি

রাজশাহীতে ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

tab

অপরাধ ও দুর্নীতি

নরসিংদী জোড়া খুন

খোকন-শিরিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল হান্নান ভূইয়া, নরসিংদী

শনিবার, ২৭ মে ২০২৩

নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানসহ দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় মামলা হয়। মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। নিহত ছাত্রনেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এই মামলায় যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে হত্যাকান্ডের ঘটনায় মামলা হলেও মামলার কোন আসামিদের নাম দেয়নি বলে বাদী আলতাফ হোসেন দাবি করে বলেন, থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামলায় নাম উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে বিএনপি দুর্গে সমালোচনার ঝড় উঠেছে।

মামলার বেশিরভাগ আসামিরা স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মামলার আসামি জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুরের ব্যবসায়ী কামাল হোসেন ও তার ভাতিজা রাসেল মিয়াকে শনিবার (২৭ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদে পুলিশ শনিবার শনিবার নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদনসহ প্রেরণ করলে বিজ্ঞ আদালত আজ আসামিদের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। অন্যান্য আসামিরা হলো খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, (৩) জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, (৪) বিএনপির নেতা জায়দুল ইসলাম জাহিদ (৫) ইলিয়াস আলী ভূইয়া, (৬) আল-আমিন, (৭) তানভির, (৮) রবিউল ইসলাম রবি, (৯) সোহেল, (১০) সাদ্দাম হোসেন ভূইয়া, (১১) মো. ওয়ালিদ হোসেন (১২) রিফাত, (১৩) জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফ সরকার রনি, (১৪) সাইফুল ইসলাম ভূইয়া, (১৫) শামিম সরকার, (১৬) শহর যুবদলের আহ্বায়ক চৌধুরী সুমন, (১৭) যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, (১৮) রুবেল হাসান, (১৯) চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা, (২০) সজিব, (২১) নাজমুল ভূইয়া, (২২) গোলজার হোসেন, (২৩) শহিদুজ্জামান, (২৪) শাকিল চৌধুরী, (২৫) হানফ সরকার (২৬) আল আমিন ওরফে হাদি, (২৭) ইমাম মেম্বার, (২৮) বাবুল খন্দকার, (২৯) রাসেল মিয়া, (৩০) কামাল হোসেন ভূইয়া। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে নিহত আশরাফুল ইসলামের পিতা শনিবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এসে একটি লিখিতভাবে জানান, আমার ছেলে নিহত আশরাফুল ইসলাম কোন রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং কোন রাজনৈতিক দলের কর্মীও নয়। তার বয়স সাড়ে ১৬ বছর। সে নরসিংদী অরবিট পলিটেকনিক ইনস্টিটিউটে ১ম বর্ষের ছাত্র। ঘটনার দিন বিকেলে তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদ্য বহিষ্কৃত সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে মারা যায় সাদেকুর রহমান ও পরদিন শুক্রবার সকালে মৃত্যু হয় আশরাফুল ইসলামের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতারা জানায়, বিএনপির অন্তঃকোন্দলের কারণে এই জোড়া হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই জেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের গুটিকয়েক নেতার স্বার্থ হাসিলের জন্য পদবঞ্চিত নেতাদের উস্কিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নি সংযোগসহ বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের ওপর হামলা করার জন্য পদবঞ্চিত নেতাদের লেলিয়ে দেয়া হয়। একই সঙ্গে রাস্তাঘাট, কোর্ট-কাচারিতে হাজিরা দিতে এলে একাধিক খোকনপন্থিদের ওপর হামলা মারপিট করেন পদবঞ্চিতরা। আর এসব করতে পদবঞ্চিত নেতাদের অর্থনৈতিক ও প্রশাসনিক সহায়তা দিয়েছেন বিএনপির শিল্পপতি এক নেতা। দলে বিভাজন ও অন্তঃকোন্দলে দল ক্ষতিগ্রস্ত হলেও এই নেতা রয়েছেন বহাল তবিয়তে। এমনকি তার নামে মামলাও হয়নি। কারন তিনি পুলিশের সঙ্গে আতাত করে চলেন।

বিএনপি নেতারা আরও জানায়, আন্দোলন কর্মসূচি সফল করতে বিএনপি নেতারা কোন প্রোগ্রাম করতে পারে না। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতারা মিছিল নিয়ে জেলখানার মোড় অতিক্রম করতে পারে না। কিন্তু ছাত্রদলের পদবঞ্চিত নেতারা অস্ত্রশস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে কী করে? পদবঞ্চিত নেতারা দলবেধে ককটেল রামদা বন্দুক নিয়ে বিএনপি কার্যালয়ে এসে হামলা চালায় কী করে? তাদের পুলিশ আটক করেও ছেড়ে দেয়। এর মানে কী? শহরে বিশৃঙ্খলা করতে পুলিশ এই পদবঞ্চিত নেতাদের পরোক্ষভাবে সহায়তা করেছে। পুলিশ ও বিএনপির স্বার্থান্বেষি কিছু নেতার করণেই আজ ঝড়ে গেল তাজা দুইটি প্রাণ।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপিকে দমন করতেই এমন মামলা করা হয়েছে। জেলা ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর থেকে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে ও দলীয় কিছু নেতাদের মদদে তারা আমাদের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এখন তারা নিজেরা নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আমাদের বিরুদ্ধে বলছে। তিনি আরও বলেন, সম্প্রতি আমাদের গাড়ি বহরে হামলা ও গুলি করা হলো, একাধিক বার দলীয় কার্যালয় ভাঙচুর করা হলো। কিন্তু পদবঞ্চিত নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি। যার কারণে তারা বারবার এসব সস্ত্রাসী কর্মকান্ড করে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

পুলিশ জানায়, জোড়া হত্যাকান্ডের ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩৫/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত সাদেকুরের ভাই আলতাফ হোসেন। এ ঘটনায় যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত ওই কমিটিতে সিদ্দিকুর রহমানকে জেলা ছাত্রদলের সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন মাইন উদ্দিন ভূঁইয়া। প্রত্যাশিত পদ না পাওয়ায় তার কর্মী-সমর্থকেরা বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন। এর জেরে গত ১২ ফেব্রুয়ারি মাইনুদ্দিনসহ মোট তিনজন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার রাতেই পদবঞ্চিত নেতাদের ২০-২৫ জন সমর্থক জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে শতাধিক প্লস্টিকের চেয়ার, ব্যানার, প্রচারপত্র ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেন। ইট-পাটকেল ছুড়ে কার্যালয়ের জানালা ও সিঁড়ির গ্লাস ভাঙচুর করেন। ৩০ জানুয়ারি বিকেলে ওই স্থানেই খায়রুল কবির খোকনের কুশপুত্তলিকা দাহ করেন তারা। ওই কমিটি বাতিলের দাবিতে তারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ১১ ফেব্রুয়ারি সকালে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে খায়রুল কবির খোকনের গাড়ি বহরে গুলি ও ককটেল হামলার ঘটনাও ঘটে। ৫ এপ্রিল কার্যালয়ে হামলা চালিয়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়া হয়। সর্বশেষ ২০ মে আবার ইট-পাটকেল ছুড়ে কার্যালয়ের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।

back to top