চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিনই নতুন নতুন বই যুক্ত হচ্ছে। লেখক প্রকাশক ব্যস্ত সময় পার করছেন তাদের বই পাঠকদের হাতে তুলে দেয়ার জন্য। এমনি একজন লেখক মনিরুজ্জামান উজ্জ্বল। সাংবাদিকতা তার পেশা। এই পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয়, বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহর জীবনের নানা বাস্তব ঘটনা নিয়ে লিখেছেন তার ‘যাপিত জীবনের গল্প’।
‘যাপিত জীবনের গল্প’ বইটি উজ্জলের প্রথম বই। প্রথম বই, মেলায় লেখক হিসেবে প্রথম - এসব নিয়ে বলেন, তিনি যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে লিখতেন। বিচ্ছিন্নভাবে লেখা তার এই অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে বই আকারে প্রকাশের জন্য অনেকই বলেন। এই ঘটনাগুলোই এখন বই হিসেবে পাওয়া যাচ্ছে ‘যাপিত জীবনের গল্প’নামে বই মেলায়।
জীবনের ঝুঁকি নিয়ে একজন রিপোর্টারকে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সামনে এগোতে হয় এই, বইয়ে তাই আছে।
‘যাপিত জীবনের গল্প’ বইটি পড়ার মাধ্যমে তারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। ৩৪টি উল্লেখযোগ্য ঘটনার গল্প নিয়ে বইটির প্রথম খন্ড সাজানো হয়েছে। সত্যঘটনা গল্পের ঢং-এ তুলে ধরেছেন।
‘যাপিত জীবনের গল্প’ নামের বইটির প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত বইমেলায় ৭০ ও ৭১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিনই নতুন নতুন বই যুক্ত হচ্ছে। লেখক প্রকাশক ব্যস্ত সময় পার করছেন তাদের বই পাঠকদের হাতে তুলে দেয়ার জন্য। এমনি একজন লেখক মনিরুজ্জামান উজ্জ্বল। সাংবাদিকতা তার পেশা। এই পেশার সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রিয়-অপ্রিয়, বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি গ্রাম ও শহর জীবনের নানা বাস্তব ঘটনা নিয়ে লিখেছেন তার ‘যাপিত জীবনের গল্প’।
‘যাপিত জীবনের গল্প’ বইটি উজ্জলের প্রথম বই। প্রথম বই, মেলায় লেখক হিসেবে প্রথম - এসব নিয়ে বলেন, তিনি যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে লিখতেন। বিচ্ছিন্নভাবে লেখা তার এই অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে বই আকারে প্রকাশের জন্য অনেকই বলেন। এই ঘটনাগুলোই এখন বই হিসেবে পাওয়া যাচ্ছে ‘যাপিত জীবনের গল্প’নামে বই মেলায়।
জীবনের ঝুঁকি নিয়ে একজন রিপোর্টারকে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সামনে এগোতে হয় এই, বইয়ে তাই আছে।
‘যাপিত জীবনের গল্প’ বইটি পড়ার মাধ্যমে তারা অনেক অজানা তথ্য জানতে পারবেন। ৩৪টি উল্লেখযোগ্য ঘটনার গল্প নিয়ে বইটির প্রথম খন্ড সাজানো হয়েছে। সত্যঘটনা গল্পের ঢং-এ তুলে ধরেছেন।
‘যাপিত জীবনের গল্প’ নামের বইটির প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত বইমেলায় ৭০ ও ৭১ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।