বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য শামীম আমিনুর রহমানের যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৬ দিনব্যাপী ‘কলের গান: সেকাল-একাল’ শীর্ষক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান প্রদর্শনী উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, মফিদুল হক ও লেখক এলিজা বিনতে এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, কলের গানের সাথে তার তার দাদা, বাবা ও তিনি বংশ পরম্পরায় জড়িত ছিলেন। কলের গান জুড়ে রয়েছে অনেক স্মৃতি । তিনি চারুকলার শিক্ষক থাকাকালীন টাকা জমিয়ে এমন কি ধার করেও অনেক রেকর্ড কিনেছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংগীতের এসকল গ্রামোফোন, রেকর্ড দেখলে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। এসকল নিদর্শন নিয়ে আরো বড় আকারের একটি প্রদর্শনী ঢাকায় এবং বিভাগীয় শহর ও জেলা শহরে আয়োজন করলে জনগণ কলের গান, রেকর্ডসহ বাংলার ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
প্রদর্শনীটি আগামী ১২ মে পর্যন্ত ১৬ দিন চলবে। শনি থেকে বুধবার সকাল ১০.৩০ মি. থেকে বিকাল ৫.০০মি., শুক্রবার বিকাল ৩.০০ মি থেকে সন্ধ্যা ৭.০০ মি. চলবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও জাতীয় জাদুঘর পর্ষদের সদস্য শামীম আমিনুর রহমানের যৌথ উদ্যোগে নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৬ দিনব্যাপী ‘কলের গান: সেকাল-একাল’ শীর্ষক বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান প্রদর্শনী উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী, মফিদুল হক ও লেখক এলিজা বিনতে এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, কলের গানের সাথে তার তার দাদা, বাবা ও তিনি বংশ পরম্পরায় জড়িত ছিলেন। কলের গান জুড়ে রয়েছে অনেক স্মৃতি । তিনি চারুকলার শিক্ষক থাকাকালীন টাকা জমিয়ে এমন কি ধার করেও অনেক রেকর্ড কিনেছেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংগীতের এসকল গ্রামোফোন, রেকর্ড দেখলে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। এসকল নিদর্শন নিয়ে আরো বড় আকারের একটি প্রদর্শনী ঢাকায় এবং বিভাগীয় শহর ও জেলা শহরে আয়োজন করলে জনগণ কলের গান, রেকর্ডসহ বাংলার ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
প্রদর্শনীটি আগামী ১২ মে পর্যন্ত ১৬ দিন চলবে। শনি থেকে বুধবার সকাল ১০.৩০ মি. থেকে বিকাল ৫.০০মি., শুক্রবার বিকাল ৩.০০ মি থেকে সন্ধ্যা ৭.০০ মি. চলবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।