# ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় প্রদর্শিত হবে এই নাটকগুলো
থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’।
‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শীর্ষক স্লোগান নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতি সন্ধ্যায় চলবে প্রথম পর্যায়ের এই আয়োজন।
আজ রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর নেতারা।
১৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর নাটক স্বরণীতে বাংলাদেশ মহিলা সমিতি (বেইলী রোড) এর প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করবেন একশত নাট্যদর্শক এবং সঙ্গে থাকবেন মঞ্চাভিনেত্রীরা।
প্রথম পর্যায়ে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’ এর উৎসব সূচী ও অন্যান্য তথ্য নি¤েœ প্রদান করা হলো :
১৫ ফেব্রুয়ারি, আগামী শনিবার, থিয়েটরের নাটকÑ পায়ের আওয়াজ পাওয়া যায়। ১৬ ফেব্রুয়ারি, আগামী রবিবার, লোক নাট্যদল, বনানীর নাটকÑ কঞ্জুস। ১৭ ফেব্রুয়ারি, সোমবার, থিয়েটার আর্ট ইউনিটের নাটকÑ বলয়। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, নাট্যকেন্দ্রের নাটকÑ পুণ্যাহ। ১৯ ফেব্রুয়ারি, বুধবার, অনুস্বরের নাটক- হার্মাসিস ক্লিওপেট্রা। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ঢাকা থিয়েটার মঞ্চের নাটক- ঘরজামাই। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রাচ্যনাটের নাটক- কিনু কাহারের থেটার। ২২ ফেব্রুয়ারি, শনিবার, ঢাকা থিয়েটারের নাটক- একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। ২৩ ফেব্রুয়ারি, রবিবার, শৌখিন থিয়েটারের নাটক- অন্তরালের আয়না। ২৪ ফেব্রুয়ারি, সোমবার, নাট্যপালার নাটক- বাঘ। ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, আরণ্যক নাট্যদলের নাটক- ময়ূর সিংহাসন। ২৬ ফেব্রুয়ারি, বুধবার, আগন্তুকের নাটক- অন্ধকারে মিথেন। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, পদাতিক নাট্যসংসদ, টিএসসির নাটক- গুণজান বিবির পালা। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রাঙ্গণেমোর নাটক- শেষের কবিতা।
প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। প্রতিদিনের টিকেট মূল্য : ৫০০, ৩০০ ও ২০০ টাকা। থাকছে সিজন টিকেট : ১ টিকেটে ১৪ নাটক।
এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে অংশগ্রহণ করবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল যথাক্রমে- জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মঞ্চ নাটক করা যাবে এমন স্থান পেলে সেখানেও এই উৎসব বর্ধিত করা হবে। এছাড়াও থিয়েটারের সংকট, সম্ভবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
# ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় প্রদর্শিত হবে এই নাটকগুলো
থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’।
‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শীর্ষক স্লোগান নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতি সন্ধ্যায় চলবে প্রথম পর্যায়ের এই আয়োজন।
আজ রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’ এর নেতারা।
১৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় রাজধানীর নাটক স্বরণীতে বাংলাদেশ মহিলা সমিতি (বেইলী রোড) এর প্রাঙ্গণে এই উৎসব উদ্বোধন করবেন একশত নাট্যদর্শক এবং সঙ্গে থাকবেন মঞ্চাভিনেত্রীরা।
প্রথম পর্যায়ে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’ এর উৎসব সূচী ও অন্যান্য তথ্য নি¤েœ প্রদান করা হলো :
১৫ ফেব্রুয়ারি, আগামী শনিবার, থিয়েটরের নাটকÑ পায়ের আওয়াজ পাওয়া যায়। ১৬ ফেব্রুয়ারি, আগামী রবিবার, লোক নাট্যদল, বনানীর নাটকÑ কঞ্জুস। ১৭ ফেব্রুয়ারি, সোমবার, থিয়েটার আর্ট ইউনিটের নাটকÑ বলয়। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, নাট্যকেন্দ্রের নাটকÑ পুণ্যাহ। ১৯ ফেব্রুয়ারি, বুধবার, অনুস্বরের নাটক- হার্মাসিস ক্লিওপেট্রা। ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ঢাকা থিয়েটার মঞ্চের নাটক- ঘরজামাই। ২১ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রাচ্যনাটের নাটক- কিনু কাহারের থেটার। ২২ ফেব্রুয়ারি, শনিবার, ঢাকা থিয়েটারের নাটক- একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার। ২৩ ফেব্রুয়ারি, রবিবার, শৌখিন থিয়েটারের নাটক- অন্তরালের আয়না। ২৪ ফেব্রুয়ারি, সোমবার, নাট্যপালার নাটক- বাঘ। ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, আরণ্যক নাট্যদলের নাটক- ময়ূর সিংহাসন। ২৬ ফেব্রুয়ারি, বুধবার, আগন্তুকের নাটক- অন্ধকারে মিথেন। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, পদাতিক নাট্যসংসদ, টিএসসির নাটক- গুণজান বিবির পালা। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রাঙ্গণেমোর নাটক- শেষের কবিতা।
প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। প্রতিদিনের টিকেট মূল্য : ৫০০, ৩০০ ও ২০০ টাকা। থাকছে সিজন টিকেট : ১ টিকেটে ১৪ নাটক।
এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে অংশগ্রহণ করবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল যথাক্রমে- জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মঞ্চ নাটক করা যাবে এমন স্থান পেলে সেখানেও এই উৎসব বর্ধিত করা হবে। এছাড়াও থিয়েটারের সংকট, সম্ভবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।