শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে- এ প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩ মে শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়। যা উদ্বোধন করেন চাঁদপুর জেলা ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামাপদ ঘোষ ভুলু।
উদ্বোধনী পর্বে উদীচীর সংগীত সম্পাদক প্রশিকা সরকারের নেতৃত্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। এরপর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে লুটপাটতন্ত্র চলছে।গণতন্ত্রহীনতায় আজ দেশ এগুচ্ছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও কার্যত কোন ভূমিকাই সরকার রাখছে না। সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি আজ ভয়ঙ্করভাবে রয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টানা হচ্ছে না। বরং পুরো দেশ গভীর সংকটে হাঁটছে। এমনভাবে চলতে থাকলে দেশ আরও ভয়াবহ অবস্হার দিকে চলে যাবে।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডীর সদস্য আরিফ নূর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুূদেব মজুমদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লক্ষীপুর জেলা আহবায়ক শিব প্রসাদ নাথ, মতলব উদীচী শাখার সভাপতি মো.রোকনুজ্জামান, শাহরাস্তি উপজেলার সহ সভাপতি এ কে এম জসিম উদ্দিন জনি, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুগল কৃষ্ণ হাওলাদার, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমূখ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কৃষ্ণা সাহাকে সভাপতি, জহির উদ্দিন বাবরকে সাধারণ সম্পাদক ও মৈত্রী দত্তকে কোষাধ্যক্ষ করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শনিবার, ১৪ মে ২০২২
শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে- এ প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৩ মে শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়। যা উদ্বোধন করেন চাঁদপুর জেলা ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামাপদ ঘোষ ভুলু।
উদ্বোধনী পর্বে উদীচীর সংগীত সম্পাদক প্রশিকা সরকারের নেতৃত্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন। এরপর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে লুটপাটতন্ত্র চলছে।গণতন্ত্রহীনতায় আজ দেশ এগুচ্ছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও কার্যত কোন ভূমিকাই সরকার রাখছে না। সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি আজ ভয়ঙ্করভাবে রয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টানা হচ্ছে না। বরং পুরো দেশ গভীর সংকটে হাঁটছে। এমনভাবে চলতে থাকলে দেশ আরও ভয়াবহ অবস্হার দিকে চলে যাবে।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডীর সদস্য আরিফ নূর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুূদেব মজুমদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লক্ষীপুর জেলা আহবায়ক শিব প্রসাদ নাথ, মতলব উদীচী শাখার সভাপতি মো.রোকনুজ্জামান, শাহরাস্তি উপজেলার সহ সভাপতি এ কে এম জসিম উদ্দিন জনি, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুগল কৃষ্ণ হাওলাদার, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমূখ।
সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কৃষ্ণা সাহাকে সভাপতি, জহির উদ্দিন বাবরকে সাধারণ সম্পাদক ও মৈত্রী দত্তকে কোষাধ্যক্ষ করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।