বাংলাদেশের হাওয়াসহ চারটি ছবি প্রদর্শিত হচ্ছে
কলকাতায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। এবারও ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নেতাজী ইন্ডোরে জমকালো উদ্বোধণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এই উৎসবের উদ্বোধন করেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। উদ্বোধনী বক্তৃতায় মমতা বন্দোপাধ্যায় এই উৎসবকে কলকাতায় চাঁদের হাটের সাথে তুলনা করেন। সিনেমার সঙ্গেই গানের জগতের কিংবদন্তিদের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বিশেষভাবে স্মরণ করেন লতা মঙ্গেশকরকে।
উৎসবের উদ্বধনী বক্তৃতায় বিগ বি অমিতাভ বচ্চন আবেগপ্লুত হয়ে বলেন, ‘আমার চাকরি জীবন শুরু কলকাতা থেকে। জীবনের একটি বড় সময় এই শহরে কাটিয়েছি। এই শহর আমাকে জড়িয়ে রেখেছে ভালোলাগায়-ভালোবাসায়। এখনে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি।না করতে পারিনা। আমি মনে করি কলকাতাই হবে চলচ্চিত্রের নতুন ঠিকানা।’
অমিতাভ মনে করেন, সিনেমায় আজকাল নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাও কিছুটা হুমকিতে আছে, যা দু:খজনক।কাজের ক্ষেত্রে বৈচিত্র্যের আহ্বান জানিয়ে অমিতাভ বলেন, ‘শিল্পীদের বিভক্ত করে– এমন পার্থক্যগুলোকে গুঁড়িয়ে দেওয়া উচিৎ ।’
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, শাহরুখ খান, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, রানি মুখার্জি, কুমার সানু এবং গায়ক অরিজিৎ সিং।
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসব শুরু হয় ৷
এ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের সিনেমাও। পুরো উৎসব জুড়ে কলকাতার ১০টি ভেন্যুতে ফিল্ম প্রদশর্ন চলবে। এবার ৪২টি দেশের মোট ১৮৩টি চলচ্চিতর, ৫৮টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি এবং ৬৩টি বিদেশী ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১৯৯৫ সাল থেকে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং বাংলার চলচ্চিত্রের আরও অনেক তারকাদের হাত ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল।
প্রতি বছরের মত এবারও উৎসবে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সঙ্গীত পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ সেরা কণ্ঠশিল্পী এবং ফিচার ফিল্মকে পুরস্কার দেয়া হবে।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের মোট চারটি ছবি। এগুলো হল পরিচালক মো. কাইয়ুম এর ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’, পরিচালক ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, পরিচালক গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’ এবং পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিল ‘হাওয়া’ সিনেমাটি । এই ছবির গান ‘সাদা সাদা কালা কালা’ এখন কলকাতাবাসীর মুখে মুখে। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘হাওযা’ সিনেমাটি দেখানো হয় ১৬ ডিসেম্বর নন্দন-১ সন্ধ্যা সাতটার। এদিনও হাজরো দেখতে না পেয়ে ফিরে যায় হাজারো দর্শক। ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’ ছবিটি দেখানো হয়েছে ওই একই দিন নন্দন-১-এ সকাল সাড়ে এগারোটায়। এটি দ্বিতীয় বার হবে ২১ ডিসেম্বর নজরুল তীর্থ-১ মঞ্চে বিকাল ৪ টার শোতে। ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখানো হবে আগামী ১৯ ডিসেম্বর বিকাল চারটার শোতে নন্দন-২-এ।
বাংলাদেশের হাওয়াসহ চারটি ছবি প্রদর্শিত হচ্ছে
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
কলকাতায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। এবারও ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নেতাজী ইন্ডোরে জমকালো উদ্বোধণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এই উৎসবের উদ্বোধন করেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। উদ্বোধনী বক্তৃতায় মমতা বন্দোপাধ্যায় এই উৎসবকে কলকাতায় চাঁদের হাটের সাথে তুলনা করেন। সিনেমার সঙ্গেই গানের জগতের কিংবদন্তিদের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বিশেষভাবে স্মরণ করেন লতা মঙ্গেশকরকে।
উৎসবের উদ্বধনী বক্তৃতায় বিগ বি অমিতাভ বচ্চন আবেগপ্লুত হয়ে বলেন, ‘আমার চাকরি জীবন শুরু কলকাতা থেকে। জীবনের একটি বড় সময় এই শহরে কাটিয়েছি। এই শহর আমাকে জড়িয়ে রেখেছে ভালোলাগায়-ভালোবাসায়। এখনে আসতে পারলে খুশি হই, তাই ডাক পেলেই ছুটে আসি।না করতে পারিনা। আমি মনে করি কলকাতাই হবে চলচ্চিত্রের নতুন ঠিকানা।’
অমিতাভ মনে করেন, সিনেমায় আজকাল নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাও কিছুটা হুমকিতে আছে, যা দু:খজনক।কাজের ক্ষেত্রে বৈচিত্র্যের আহ্বান জানিয়ে অমিতাভ বলেন, ‘শিল্পীদের বিভক্ত করে– এমন পার্থক্যগুলোকে গুঁড়িয়ে দেওয়া উচিৎ ।’
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, শাহরুখ খান, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, জয়া বচ্চন, রানি মুখার্জি, কুমার সানু এবং গায়ক অরিজিৎ সিং।
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসব শুরু হয় ৷
এ চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের সিনেমাও। পুরো উৎসব জুড়ে কলকাতার ১০টি ভেন্যুতে ফিল্ম প্রদশর্ন চলবে। এবার ৪২টি দেশের মোট ১৮৩টি চলচ্চিতর, ৫৮টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি এবং ৬৩টি বিদেশী ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১৯৯৫ সাল থেকে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং বাংলার চলচ্চিত্রের আরও অনেক তারকাদের হাত ধরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল।
প্রতি বছরের মত এবারও উৎসবে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সঙ্গীত পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ সেরা কণ্ঠশিল্পী এবং ফিচার ফিল্মকে পুরস্কার দেয়া হবে।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের মোট চারটি ছবি। এগুলো হল পরিচালক মো. কাইয়ুম এর ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’, পরিচালক ফখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, পরিচালক গৌতম ঘোষের ‘মুজিব ইন ক্যালকাটা’ এবং পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিল ‘হাওয়া’ সিনেমাটি । এই ছবির গান ‘সাদা সাদা কালা কালা’ এখন কলকাতাবাসীর মুখে মুখে। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘হাওযা’ সিনেমাটি দেখানো হয় ১৬ ডিসেম্বর নন্দন-১ সন্ধ্যা সাতটার। এদিনও হাজরো দেখতে না পেয়ে ফিরে যায় হাজারো দর্শক। ‘দ্য গোল্ডেন উইংস অব ওয়াটারকক্স’ ছবিটি দেখানো হয়েছে ওই একই দিন নন্দন-১-এ সকাল সাড়ে এগারোটায়। এটি দ্বিতীয় বার হবে ২১ ডিসেম্বর নজরুল তীর্থ-১ মঞ্চে বিকাল ৪ টার শোতে। ‘জেকে ১৯৭১’ সিনেমাটি দেখানো হবে আগামী ১৯ ডিসেম্বর বিকাল চারটার শোতে নন্দন-২-এ।