ওবায়েদ আকাশ এ সময়ের আলোচিত ও স্বতন্ত্র ধারার কবি। তাঁর কবিতা পাঠকের কাছে নানা ব্যঞ্জনায় গৃহীত। তাঁর কবিতার এমনই এক ক্ষমতা, বোঝা না বোঝার উপরে পাঠককে মোহিত করে। তারপর বোঝাবুঝির বালাই। এবারের বইমেলায় ওবায়েদ আকাশের একক মৌলিক কবিতার বইটি এনেছে অভিযান। মাকে নিয়ে রচিত তাঁর বিভিন্ন সময়ের কবিতাগুলি সংকলিত করে গ্রন্থের নামকরণ করেছেন “নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ”। গ্রন্থের প্রতিটি কবিতাই মাকে নিয়ে রচিত। বইতে মোট ৫৩টি কবিতা রয়েছে-যার অধিকাংশ কবিতাই একেবারে নতুন, যা কোনো গ্রন্থে স্থান পায়নি। গত শতকের নব্বইয়ের দশকে ওবায়েদ আকাশের আবির্ভাব হলেও তিনি তাঁর সময়কে ছাড়িয়ে গেছেন সৃষ্টিতে। যে কারণে তাঁকে বলা হয় ‘সময়ের অগ্রগামী কবি’। “নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ” গ্রন্থে তিনি নিজেকে আরো একবার অতিক্রম করেছেন। এই কবি সব সময় নিজেকেই অতিক্রম করতে চান। এবং তিনি কখনো কাউকে প্রতিদ্বন্দ্বি মনে করেন না। গ্রন্থটির নান্দনিক প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে এ সময়ের বারোজন কবির একটি কবিতা সিরিজ। বারোজন কবি ঠাঁই পেয়েছেন ছয়টি গ্রন্থে। প্রতিটি গ্রন্থে রয়েছে দুজন কবির তিন ফর্মা বা ৪৮ পৃষ্ঠার কবিতা। এই সিরিজে ওবায়েদ আকাশেরও আছে একটি গ্রন্থ। নাম : “কোনো বাক্যে থাকতে পারত দেয়াল লিখন”। কবি ওবায়েদ আকাশের সঙ্গে যৌথ কাব্যে অন্যজন হলেন কবি শান্তা মারিয়া। এভাবে একজন নারী ও একজন পুরুষ কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিটি গ্রন্থ। সম্পাদনা করেছেন কবি ও প্রাবন্ধিক মাসুদুজ্জামান। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইমেলায় সিরিজটি ভীষণভাবে আলোচিত হচ্ছে। এবং বিক্রি তালিকায়ও শীর্ষে রয়েছে।
ওবায়েদ আকাশের এ যাবত প্রকাশিত মৌলিক কবিতার বই ২৬টি। ২০০১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ “পতন গুঞ্জনে ভাসে খরস্রোতে চাঁদ”। এ যাবত প্রকাশিত কাব্যগ্রন্থগুলি থেকে বাছাই করে মোট দুইশো কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর “নির্বাচিত ২০০ কবিতা” নামের একটি কবিতা সংকলন। যদিও কবি তাঁর কবিতার এই নির্বাচনে বিশ্বাসী নন। গ্রন্থের ভূমিকায় তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। বিভাস প্রকাশিত “নির্বাচিত ২০০ কবিতা”র প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। ২৩০ পৃষ্ঠার অনন্য প্রকাশনা ও মজবুত বাঁধাইয়ের বইটির মুদ্রিত মূল্য মাত্র ৩৫০ টাকা।
তিনটি বইই পাওয়া যাবে উল্লিখিত প্রকাশনীগুলির স্টলে এবং লিটল ম্যাগাজিন চত্বরে শালুক-এর স্টলে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
ওবায়েদ আকাশ এ সময়ের আলোচিত ও স্বতন্ত্র ধারার কবি। তাঁর কবিতা পাঠকের কাছে নানা ব্যঞ্জনায় গৃহীত। তাঁর কবিতার এমনই এক ক্ষমতা, বোঝা না বোঝার উপরে পাঠককে মোহিত করে। তারপর বোঝাবুঝির বালাই। এবারের বইমেলায় ওবায়েদ আকাশের একক মৌলিক কবিতার বইটি এনেছে অভিযান। মাকে নিয়ে রচিত তাঁর বিভিন্ন সময়ের কবিতাগুলি সংকলিত করে গ্রন্থের নামকরণ করেছেন “নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ”। গ্রন্থের প্রতিটি কবিতাই মাকে নিয়ে রচিত। বইতে মোট ৫৩টি কবিতা রয়েছে-যার অধিকাংশ কবিতাই একেবারে নতুন, যা কোনো গ্রন্থে স্থান পায়নি। গত শতকের নব্বইয়ের দশকে ওবায়েদ আকাশের আবির্ভাব হলেও তিনি তাঁর সময়কে ছাড়িয়ে গেছেন সৃষ্টিতে। যে কারণে তাঁকে বলা হয় ‘সময়ের অগ্রগামী কবি’। “নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ” গ্রন্থে তিনি নিজেকে আরো একবার অতিক্রম করেছেন। এই কবি সব সময় নিজেকেই অতিক্রম করতে চান। এবং তিনি কখনো কাউকে প্রতিদ্বন্দ্বি মনে করেন না। গ্রন্থটির নান্দনিক প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে এ সময়ের বারোজন কবির একটি কবিতা সিরিজ। বারোজন কবি ঠাঁই পেয়েছেন ছয়টি গ্রন্থে। প্রতিটি গ্রন্থে রয়েছে দুজন কবির তিন ফর্মা বা ৪৮ পৃষ্ঠার কবিতা। এই সিরিজে ওবায়েদ আকাশেরও আছে একটি গ্রন্থ। নাম : “কোনো বাক্যে থাকতে পারত দেয়াল লিখন”। কবি ওবায়েদ আকাশের সঙ্গে যৌথ কাব্যে অন্যজন হলেন কবি শান্তা মারিয়া। এভাবে একজন নারী ও একজন পুরুষ কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিটি গ্রন্থ। সম্পাদনা করেছেন কবি ও প্রাবন্ধিক মাসুদুজ্জামান। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইমেলায় সিরিজটি ভীষণভাবে আলোচিত হচ্ছে। এবং বিক্রি তালিকায়ও শীর্ষে রয়েছে।
ওবায়েদ আকাশের এ যাবত প্রকাশিত মৌলিক কবিতার বই ২৬টি। ২০০১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ “পতন গুঞ্জনে ভাসে খরস্রোতে চাঁদ”। এ যাবত প্রকাশিত কাব্যগ্রন্থগুলি থেকে বাছাই করে মোট দুইশো কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর “নির্বাচিত ২০০ কবিতা” নামের একটি কবিতা সংকলন। যদিও কবি তাঁর কবিতার এই নির্বাচনে বিশ্বাসী নন। গ্রন্থের ভূমিকায় তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। বিভাস প্রকাশিত “নির্বাচিত ২০০ কবিতা”র প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। ২৩০ পৃষ্ঠার অনন্য প্রকাশনা ও মজবুত বাঁধাইয়ের বইটির মুদ্রিত মূল্য মাত্র ৩৫০ টাকা।
তিনটি বইই পাওয়া যাবে উল্লিখিত প্রকাশনীগুলির স্টলে এবং লিটল ম্যাগাজিন চত্বরে শালুক-এর স্টলে।