সাক্ষাৎকারগ্রন্থ মানেই সাক্ষাৎকারদাতার গভীর থেকে তুলে আনা হিরে মানিক মুক্তার সম্ভার; যদি হয় তেমন সাক্ষাৎকারগ্রহিতা। এই দুটো বিষয়ের চমৎকার এক মেলবন্ধন ঘটেছে ইকতিজা আহসানের নেয়া এসময়ের বিশিষ্ট লেখক মাসরুর আরেফিনের সাক্ষাৎকারে। গ্রন্থাকারে যা প্রকাশ করেছে কথাপ্রকাশ “‘মানবতাবাদী’ সাহিত্যের বিপক্ষে মাসরুর আরেফিন” : ইকতিজা আহসানের সঙ্গে আলাপ।
মাসরুর আরেফিন একাধারে কবি, ঔপন্যাসিক, অনুবাদক ও সুবক্তা। তাঁর পড়াশোনার ব্যাপ্তি অসীমতা ছুঁয়ে। আলোচ্য গ্রন্থটিতে একজন প্রকৃত মাসরুর আরেফিনকে খুঁজে পাওয়া যায়। একজন অজানা মাসরুর আরেফিনের সাক্ষাৎ মেলে। প্রশ্নকারীর প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি যেমন পষ্ট কথা গভীর আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারণ করেছেন, তেমনি পাঠকের জন্য খুলে দিয়েছেন দেশি-বিদেশি সাহিত্য-সাহিত্যিক ছাড়াও সাহিত্য রীতি, নীতি ও সাহিত্য তাত্ত্বিকতার অগণ্য জানালা। বেশ কিছু অধ্যায়ে বিভক্ত হয়ে প্রকাশিত হয়েছে গ্রন্থটি। প্রতিটি অধ্যায়ের রয়েছে আলাদা শিরোনামও। তিনি বলেছেন তাঁর নিজের চিন্তাচেতনার কথা, উচ্চারণ করেছেন বিশ্বের নানা সাহিত্য-মনীষী সম্পর্কে তাঁর ভাবনা ও তাঁদের ভাবনার বিশ্লেষণ। বঙ্কিম, রবীন্দ্রনাথ, কমলকুমার, ওয়ালীউল্লাহ থেকে বোরহেস, কনরাড, আচেবে, এডওয়ার্ড সাইদ, মিশেল ফুকো কেউ বাদ পড়েননি।
সাহিত্যিক কিংবা পাঠক যে কারো জন্যই গ্রন্থটি পাঠ জরুরি মনে করি। মাসরুর আরেফিনের মতো একজন সচেতন ও বহুবিস্তারি লেখকের ভাবনাগুলো পাঠকের জন্য বিশেষ কিছু পাওয়া বলে ধারণা করি। গ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বইমেলায় গ্রন্থটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
সাক্ষাৎকারগ্রন্থ মানেই সাক্ষাৎকারদাতার গভীর থেকে তুলে আনা হিরে মানিক মুক্তার সম্ভার; যদি হয় তেমন সাক্ষাৎকারগ্রহিতা। এই দুটো বিষয়ের চমৎকার এক মেলবন্ধন ঘটেছে ইকতিজা আহসানের নেয়া এসময়ের বিশিষ্ট লেখক মাসরুর আরেফিনের সাক্ষাৎকারে। গ্রন্থাকারে যা প্রকাশ করেছে কথাপ্রকাশ “‘মানবতাবাদী’ সাহিত্যের বিপক্ষে মাসরুর আরেফিন” : ইকতিজা আহসানের সঙ্গে আলাপ।
মাসরুর আরেফিন একাধারে কবি, ঔপন্যাসিক, অনুবাদক ও সুবক্তা। তাঁর পড়াশোনার ব্যাপ্তি অসীমতা ছুঁয়ে। আলোচ্য গ্রন্থটিতে একজন প্রকৃত মাসরুর আরেফিনকে খুঁজে পাওয়া যায়। একজন অজানা মাসরুর আরেফিনের সাক্ষাৎ মেলে। প্রশ্নকারীর প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি যেমন পষ্ট কথা গভীর আত্মবিশ্বাসের সঙ্গে উচ্চারণ করেছেন, তেমনি পাঠকের জন্য খুলে দিয়েছেন দেশি-বিদেশি সাহিত্য-সাহিত্যিক ছাড়াও সাহিত্য রীতি, নীতি ও সাহিত্য তাত্ত্বিকতার অগণ্য জানালা। বেশ কিছু অধ্যায়ে বিভক্ত হয়ে প্রকাশিত হয়েছে গ্রন্থটি। প্রতিটি অধ্যায়ের রয়েছে আলাদা শিরোনামও। তিনি বলেছেন তাঁর নিজের চিন্তাচেতনার কথা, উচ্চারণ করেছেন বিশ্বের নানা সাহিত্য-মনীষী সম্পর্কে তাঁর ভাবনা ও তাঁদের ভাবনার বিশ্লেষণ। বঙ্কিম, রবীন্দ্রনাথ, কমলকুমার, ওয়ালীউল্লাহ থেকে বোরহেস, কনরাড, আচেবে, এডওয়ার্ড সাইদ, মিশেল ফুকো কেউ বাদ পড়েননি।
সাহিত্যিক কিংবা পাঠক যে কারো জন্যই গ্রন্থটি পাঠ জরুরি মনে করি। মাসরুর আরেফিনের মতো একজন সচেতন ও বহুবিস্তারি লেখকের ভাবনাগুলো পাঠকের জন্য বিশেষ কিছু পাওয়া বলে ধারণা করি। গ্রন্থটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। বইমেলায় গ্রন্থটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।