এ বছরও ৪৬তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত কয়েক বছরের মতোই নভেম্বরের শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে বছরের শুরুর দিনে নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বিধিতে কভার করে না। তাই গত কয়েক বছরের মতো এ বছরও নভেম্বরের ৩০ তারিখ নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এই বিসিএস ৪৬তম সাধারণ বিসিএস। এটিতে আবেদনের ক্ষেত্রে বয়স শুরু হবে নভেম্বরের ১ তারিখ থেকে। বিসিএসে আবেদনের সব শর্ত পূরণ করলে যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।’
তিনি আরো বলেন, ভুল তথ্য ও মিথ্যা তথ্য যাতে দেওয়া না হয়, সে বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে। কেননা, ৪১তম বিসিএসে ক্যাডার হওয়ার পরও শুধু ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রশাসন, পররাষ্ট্রসহ চারজনকে চাকরির অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশ করেছিল পিএসসি। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে রেকর্ড করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে পিএসসি।
৪৬তম বিসিএসে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেরও শূন্যপদ উল্লেখ থাকবে। প্রার্থীরা ক্যাডার এবং নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হতে পারে।
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
এ বছরও ৪৬তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত কয়েক বছরের মতোই নভেম্বরের শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা এক বছরে একটি বিসিএস শেষ করার লক্ষ্য নিয়ে বছরের শুরুর দিনে নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বিধিতে কভার করে না। তাই গত কয়েক বছরের মতো এ বছরও নভেম্বরের ৩০ তারিখ নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এই বিসিএস ৪৬তম সাধারণ বিসিএস। এটিতে আবেদনের ক্ষেত্রে বয়স শুরু হবে নভেম্বরের ১ তারিখ থেকে। বিসিএসে আবেদনের সব শর্ত পূরণ করলে যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।’
তিনি আরো বলেন, ভুল তথ্য ও মিথ্যা তথ্য যাতে দেওয়া না হয়, সে বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকতে হবে। কেননা, ৪১তম বিসিএসে ক্যাডার হওয়ার পরও শুধু ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে প্রশাসন, পররাষ্ট্রসহ চারজনকে চাকরির অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশ করেছিল পিএসসি। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে রেকর্ড করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে পিএসসি।
৪৬তম বিসিএসে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেরও শূন্যপদ উল্লেখ থাকবে। প্রার্থীরা ক্যাডার এবং নন-ক্যাডার পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এক মাস সময় দেওয়া হতে পারে।