প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গার্ল গাইডের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর ফলে বিশ^ব্যাপী স্বেচ্ছা সেবার মাধ্যমে সমাজ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের যে অনুপম ক্ষেত্র তৈরী হয়েছে। তা অনুসরণ করে বিশ^ব্যাপী ১০ মিলিয়ন গাইড সদস্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের সৃজনশীর ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস উপলক্ষে ‘বিশ^ চিন্তা দিবস’ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রপতির সহধর্মিনী ফার্স্ট লেডী প্রধান অতিথি ড. রেবেকা সুলতানা এ কথা বলেন।
তিনি নিজেও স্কুলজীবনে একজন দিক্ষিত গাইড সদস্য ছিলেন। অনুষ্ঠানে ‘হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড’ সদস্যদের দেখে কিছু সময়ের জন্য তিনি অতীত জীবনে ফিরে যান। তিনি গার্ল গাইডকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।
গতকাল সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন-এর জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে রাজধানীর বেইলী রোডের গাইড অডিটোরিয়ামে বিশ্ব চিন্তা দিবস পালন হয়। এসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সাবিনা বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ও এশিয় প্যাসিফিক আঞ্চলিক কমিটির চেয়ারপারসান চ্যাম্পাকা এমালিন বিন্তি পাহামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম ও ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম)প্রফেসর ইয়াসমিন আহমেদ।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী গাইডস দস্যবৃন্দ প্রতিবছর একটি থিম নিয়ে ‘বিশ্ব চিন্তাদিবস’ উদ্যাপন করে। এবারের থিম ‘আওয়ার ওর্য়াল্ড, আওয়ার থ্রাইবিং ফিউচার: এনভায়রনমেন্ট অ্যান্ড গেøাবাল প্রবার্টি’।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইডসদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ৫০০জন অনুষ্ঠানে অশংড়্রহন করেন।
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গার্ল গাইডের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর ফলে বিশ^ব্যাপী স্বেচ্ছা সেবার মাধ্যমে সমাজ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের যে অনুপম ক্ষেত্র তৈরী হয়েছে। তা অনুসরণ করে বিশ^ব্যাপী ১০ মিলিয়ন গাইড সদস্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের সৃজনশীর ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস উপলক্ষে ‘বিশ^ চিন্তা দিবস’ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রপতির সহধর্মিনী ফার্স্ট লেডী প্রধান অতিথি ড. রেবেকা সুলতানা এ কথা বলেন।
তিনি নিজেও স্কুলজীবনে একজন দিক্ষিত গাইড সদস্য ছিলেন। অনুষ্ঠানে ‘হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড’ সদস্যদের দেখে কিছু সময়ের জন্য তিনি অতীত জীবনে ফিরে যান। তিনি গার্ল গাইডকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন।
গতকাল সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন-এর জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে রাজধানীর বেইলী রোডের গাইড অডিটোরিয়ামে বিশ্ব চিন্তা দিবস পালন হয়। এসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা সাবিনা বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ও এশিয় প্যাসিফিক আঞ্চলিক কমিটির চেয়ারপারসান চ্যাম্পাকা এমালিন বিন্তি পাহামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসোসিয়েশনের রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম ও ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম)প্রফেসর ইয়াসমিন আহমেদ।
বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী গাইডস দস্যবৃন্দ প্রতিবছর একটি থিম নিয়ে ‘বিশ্ব চিন্তাদিবস’ উদ্যাপন করে। এবারের থিম ‘আওয়ার ওর্য়াল্ড, আওয়ার থ্রাইবিং ফিউচার: এনভায়রনমেন্ট অ্যান্ড গেøাবাল প্রবার্টি’।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইডসদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ ৫০০জন অনুষ্ঠানে অশংড়্রহন করেন।