alt

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

করোনা সহনীয় নিয়ন্ত্রণে আসলে পরীক্ষা শুরু, প্রস্তুত শিক্ষা বোর্ড

রাকিব উদ্দিন : শনিবার, ২২ মে ২০২১

করোনা সংক্রমণের কারণে টানা ১৩ মাসেরও বেশি সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বারবার স্কুল-কলেজ খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবারও একই জটিলতা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান খুলে দেয়ার চেয়েও এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়েই বেশি উদ্বিগ্ন শিক্ষা প্রশাসন। করোনা পরিস্থিতি অবনতির আগে গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসি নেয়া যায়নি। বারবার সূচি পিছিয়ে একপর্যায়ে পরীক্ষা না নিয়েই এইচএসসির ফল প্রকাশ করা হয়।

এবারও এই দুই পাবলিক পরীক্ষার ‘নির্ধারিত’ সময় চলে গেছে। এই অবস্থায় করোনা প্রাদুর্ভাব সহনীয় নিয়ন্ত্রণে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে কিছুদিন ক্লাস নিয়ে যে কোনোভাবে হোক এই দুই পাবলিক পরীক্ষা নেয়ার চেষ্টা চালাচ্ছে শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। বেশ কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা নিয়ে আসছিল শিক্ষা বোর্ডগুলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জুনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। করোনা সংক্রমণ পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হলে শুধু এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শ্রেণী কার্যক্রম চালু হতে পারে।

ওই কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে নিচে নামলে ‘কিছুদিন’ সরাসরি ক্লাস নিয়েই প্রথমে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষার জন্য প্রস্তুত প্রায় ২৩ লাখ শিক্ষার্থী। এই পরীক্ষা শেষ হলেই এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা আরও পেছালেও তা ‘ভার্চুয়ালি’ নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বসতেই হবে। আন্তঃশিক্ষা বোর্ড ইতোমধ্যে সারাদেশে পরীক্ষা কেন্দ্র নির্বাচন, প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপানোসহ এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ শনিবার (২২ মে) সংবাদকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সরাসরি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তই রয়েছে। গতবারের মতো পরীক্ষা ছাড়া (এইচএসসি) আমরা রেজাল্ট দিতে চাচ্ছি না। এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে। ওই সিলেবাস অনুযায়ীই আমরা কিছুদিন ক্লাস নেব, তারপর পরীক্ষা নেব।’

করোনা পরিস্থিতি একটু সহনীয় হলেই পরীক্ষার্থীদের ক্লাস শুরু হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘দুটি পাবলিক পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। এ জন্য ক্লাস শুরু হলে সংক্ষিপ্ত সিলেবাসে প্রতিদিনই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে আর সাধারণ শিক্ষার্থীদের কোন শ্রেণীর শনিবার, কোনটির রোববার... অন্য একটির ক্লাস সোমবার- এভাবে ক্লাস ভাগ করে দেয়া হবে।’

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ২৩ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। কিছুদিনের মধ্যে এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার্থীদের ফরম পূরণের সূচি প্রকাশ করা হবে।

করোনা মহামারীর আগে গত ১০/১২ বছর ধরে প্রতিবারই ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমপর্যায়ের এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষা শুরু হয়ে আসছিল। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশেরও রেওয়াজ তৈরি হয়। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে গতবছর কোনভাবে এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হলেও, একমাস বিলম্বে গত বছরের ৩১ মে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পেলেও কোন শিক্ষার্থীই কলেজে শ্রেণী কার্যক্রমের সুযোগ পায়নি।

কিন্তু করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেয়াই সম্ভব হয়নি। নানাভাবে চেষ্টা করে সংক্ষিপ্ত সিলেবাসেও উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। পরবর্তীতে জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়।

এবার দুই পাবলিক পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘সারাবিশ্বেই পাবলিক পরীক্ষা পিছিয়েছে; অন্য কোন সিস্টেমে এই পরীক্ষা হচ্ছে না।’

এছাড়া পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শ্রেণিভিত্তিক সব পরীক্ষাই বাতিল করে সব ছাত্রছাত্রীকে উচ্চতর শ্রেণীতে উন্নীত করা হয়।

গত বছর গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার (এসএসসি এবং এইচএসসি) ফল প্রকাশ ও ফল তৈরির বিষয়টির সুরাহা করা সম্ভব হলেও এবার সেই পথে এগোতে পারছেন না শিক্ষা প্রশাসনের নীতিনির্ধারকরা। এর কারণ হলোÑ গত বছর এইচএসসির শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমের সুযোগ পেয়েছিল; প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল আর এবার এই দুই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক পাঠলাভের সুযোগই হয়নি। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে তথ্য প্রকাশ হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর সাধারণ ছুটির আওতায় গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ২৩ মে (আজ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত ছিল।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে আগামী মাসেই তারা স্কুল-কলেজ খুলতে চায়। এই প্রস্তুতির লক্ষ্যেই করোনা মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়ে গত ১৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক প্রফেসর শাহেদুল কবির চৌধুরী সংবাদকে জানান, তারা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু সব শিক্ষক-কর্মচারী করোনা টিকা পাওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরা কঠিন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেয়া হবে জানিয়ে মাউশি পরিচালক বলেন, ‘স্কুল-কলেজ খোলারে ঘাষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। এর মধ্যে অগ্রাধিকার থাকবে- এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া। এই দুটি পরীক্ষা যে কোনভাবেই হোক নিতে হবে। তাছাড়া গতবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা একদিনও শ্রেণীকক্ষে বসতে পারেনি; তাদেরও ক্লাস নিতে হবে।’ অন্যান্য শ্রেণীর কার্যক্রম পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রফেসর শাহেদুল কবির চৌধুরী।

এদিকে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গত ১৭ মে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের টিকা দেয়ার পর যত দ্রত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ওইদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘স্কুল-কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই বক্তব্য আগে কমপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেল আছে সেগুলো অলরেডি ৪০টির মতো রিপিয়ার হয়ে গেছে। এদিকে ভ্যাকসিন আসতেছে। ইউনিভার্সিটির ছেলেদের যদি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি, তারপরে স্কুল-কলেজ খুলে দিতে পারব।’

ছবি

তৃতীয় দফায় তিনদিন শ্রেণি কার্যক্রম বর্জনে ঘোষণা কুবি শিক্ষক সমিতির

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ভর্তির আবেদনের ২য় মেধা তালিকা প্রকাশ

ছবি

বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অব্যাহতি

ছবি

এইচএসসির ফরম পূরণ শুরু মঙ্গলবার, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত

ছবি

স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরন

ছবি

রাবি-চবির অধিভুক্ত হল ৯ সরকারি কলেজ

ছবি

১১ মের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

নতুন শিক্ষাক্রম : আগের ধাচেই শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি এনটিআরসিএ’র

এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার নামে ফি আদায় করলে ব্যবস্থা

ছবি

এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, রুটিন প্রকাশ

ছবি

বুয়েটে ছাত্র রাজনীতি চলবে : হাইকোর্ট

ছবি

বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে দেশব্যাপী মানববন্ধন করবে ছাত্রলীগ

ছবি

তিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তিন ক্যাম্পাসে চলছে পাল্টাপাল্টি মহড়া

ছবি

৩০টি বেসরকারি বিশ^বিদ্যালয়ের ব্যাংক হিসাব স্থগিত:এনবিআর

ছবি

শিক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরে পারিবারিক ব্যয় বেড়েছে

শিক্ষায় প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরে পারিবারিক ব্যয় বেড়েছে

কক্সবাজারে ওয়্যারলেস অডিও ডিভাইসসহ দুইজন আটক

ছবি

মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদ্রাসায়

ছবি

দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বরখাস্ত

ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ দিনের ছুটি শুরু

ছবি

শনিবার স্কুল খোলা রাখার ইঙ্গিত: শিক্ষামন্ত্রী নওফেল

উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমাপনী পরীক্ষা পাঁচ ঘণ্টা করার প্রস্তাব এনসিটিবির

ছবি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ

ছবি

এইচএসসি পরীক্ষা কার কোন কেন্দ্রে, তালিকা প্রকাশ

কারিগরি শিক্ষা বোর্ডের শতাধিক ‘ট্রেড কোর্সের’ নিয়ন্ত্রণ নিয়ে দুই সংস্থার দ্বন্দ্ব

ছবি

ঢাকা কলেজিয়েট স্কুলের ২০০ বছর বয়সী ভবন ভাঙার প্রতিবাদে মানববন্ধন

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের অনন্য সাফল্য

ছবি

বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

সিমাগো র‍্যাঙ্কিংয়ে অষ্টম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির ফল ১৮ মার্চ

ছবি

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪৫.৩ শতাংশ

ছবি

হাইকোর্টের আদেশ স্থগিত রোজায় স্কুল খোলা

ছবি

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখতে কোনো বাধা নেই

ছবি

দ্বিতীয় দিনে পাঁচ দফা দাবিতে জাবির প্রশাসনিক ভবন অবরোধ

ছবি

অপরিকল্পিত ভবনের ভিত্তিপ্রস্তর ভেঙে দিলো ছাত্র ইউনিয়ন

tab

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

করোনা সহনীয় নিয়ন্ত্রণে আসলে পরীক্ষা শুরু, প্রস্তুত শিক্ষা বোর্ড

রাকিব উদ্দিন

শনিবার, ২২ মে ২০২১

করোনা সংক্রমণের কারণে টানা ১৩ মাসেরও বেশি সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বারবার স্কুল-কলেজ খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবারও একই জটিলতা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান খুলে দেয়ার চেয়েও এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়েই বেশি উদ্বিগ্ন শিক্ষা প্রশাসন। করোনা পরিস্থিতি অবনতির আগে গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসি নেয়া যায়নি। বারবার সূচি পিছিয়ে একপর্যায়ে পরীক্ষা না নিয়েই এইচএসসির ফল প্রকাশ করা হয়।

এবারও এই দুই পাবলিক পরীক্ষার ‘নির্ধারিত’ সময় চলে গেছে। এই অবস্থায় করোনা প্রাদুর্ভাব সহনীয় নিয়ন্ত্রণে আসার পর অগ্রাধিকার ভিত্তিতে কিছুদিন ক্লাস নিয়ে যে কোনোভাবে হোক এই দুই পাবলিক পরীক্ষা নেয়ার চেষ্টা চালাচ্ছে শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। বেশ কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা নিয়ে আসছিল শিক্ষা বোর্ডগুলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জুনে সীমিত পরিসরে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। করোনা সংক্রমণ পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হলে শুধু এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শ্রেণী কার্যক্রম চালু হতে পারে।

ওই কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে নিচে নামলে ‘কিছুদিন’ সরাসরি ক্লাস নিয়েই প্রথমে এসএসসি ও সমমান পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষার জন্য প্রস্তুত প্রায় ২৩ লাখ শিক্ষার্থী। এই পরীক্ষা শেষ হলেই এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা আরও পেছালেও তা ‘ভার্চুয়ালি’ নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে বসতেই হবে। আন্তঃশিক্ষা বোর্ড ইতোমধ্যে সারাদেশে পরীক্ষা কেন্দ্র নির্বাচন, প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপানোসহ এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ শনিবার (২২ মে) সংবাদকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত সরাসরি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তই রয়েছে। গতবারের মতো পরীক্ষা ছাড়া (এইচএসসি) আমরা রেজাল্ট দিতে চাচ্ছি না। এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে। ওই সিলেবাস অনুযায়ীই আমরা কিছুদিন ক্লাস নেব, তারপর পরীক্ষা নেব।’

করোনা পরিস্থিতি একটু সহনীয় হলেই পরীক্ষার্থীদের ক্লাস শুরু হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘দুটি পাবলিক পরীক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। এ জন্য ক্লাস শুরু হলে সংক্ষিপ্ত সিলেবাসে প্রতিদিনই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে আর সাধারণ শিক্ষার্থীদের কোন শ্রেণীর শনিবার, কোনটির রোববার... অন্য একটির ক্লাস সোমবার- এভাবে ক্লাস ভাগ করে দেয়া হবে।’

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ২৩ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। কিছুদিনের মধ্যে এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষার্থীদের ফরম পূরণের সূচি প্রকাশ করা হবে।

করোনা মহামারীর আগে গত ১০/১২ বছর ধরে প্রতিবারই ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমপর্যায়ের এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমপর্যায়ের পরীক্ষা শুরু হয়ে আসছিল। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশেরও রেওয়াজ তৈরি হয়। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে গতবছর কোনভাবে এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হলেও, একমাস বিলম্বে গত বছরের ৩১ মে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পেলেও কোন শিক্ষার্থীই কলেজে শ্রেণী কার্যক্রমের সুযোগ পায়নি।

কিন্তু করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেয়াই সম্ভব হয়নি। নানাভাবে চেষ্টা করে সংক্ষিপ্ত সিলেবাসেও উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। পরবর্তীতে জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমপর্যায়ের পরীক্ষার ফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়।

এবার দুই পাবলিক পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘সারাবিশ্বেই পাবলিক পরীক্ষা পিছিয়েছে; অন্য কোন সিস্টেমে এই পরীক্ষা হচ্ছে না।’

এছাড়া পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শ্রেণিভিত্তিক সব পরীক্ষাই বাতিল করে সব ছাত্রছাত্রীকে উচ্চতর শ্রেণীতে উন্নীত করা হয়।

গত বছর গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার (এসএসসি এবং এইচএসসি) ফল প্রকাশ ও ফল তৈরির বিষয়টির সুরাহা করা সম্ভব হলেও এবার সেই পথে এগোতে পারছেন না শিক্ষা প্রশাসনের নীতিনির্ধারকরা। এর কারণ হলোÑ গত বছর এইচএসসির শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমের সুযোগ পেয়েছিল; প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল আর এবার এই দুই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক পাঠলাভের সুযোগই হয়নি। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছেন বলে বিভিন্ন জরিপে তথ্য প্রকাশ হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর সাধারণ ছুটির আওতায় গত ২৬ মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে পর্যন্ত ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। ২৩ মে (আজ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত ছিল।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলে আগামী মাসেই তারা স্কুল-কলেজ খুলতে চায়। এই প্রস্তুতির লক্ষ্যেই করোনা মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়ে গত ১৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক প্রফেসর শাহেদুল কবির চৌধুরী সংবাদকে জানান, তারা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু সব শিক্ষক-কর্মচারী করোনা টিকা পাওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরা কঠিন।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেয়া হবে জানিয়ে মাউশি পরিচালক বলেন, ‘স্কুল-কলেজ খোলারে ঘাষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। এর মধ্যে অগ্রাধিকার থাকবে- এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া। এই দুটি পরীক্ষা যে কোনভাবেই হোক নিতে হবে। তাছাড়া গতবছর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তারা একদিনও শ্রেণীকক্ষে বসতে পারেনি; তাদেরও ক্লাস নিতে হবে।’ অন্যান্য শ্রেণীর কার্যক্রম পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রফেসর শাহেদুল কবির চৌধুরী।

এদিকে শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গত ১৭ মে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের টিকা দেয়ার পর যত দ্রত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

ওইদিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘স্কুল-কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই বক্তব্য আগে কমপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেল আছে সেগুলো অলরেডি ৪০টির মতো রিপিয়ার হয়ে গেছে। এদিকে ভ্যাকসিন আসতেছে। ইউনিভার্সিটির ছেলেদের যদি ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি, তারপরে স্কুল-কলেজ খুলে দিতে পারব।’

back to top