অভিনেত্রী রিচি সোলায়মান। বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। আজ থেকে তিনি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালিনায় ‘পরস্পর’ নাটকের মধ্যদিয়ে একটা বিরতির পর আবারো অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল।
নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে। রিচি বলেন,‘ গল্প এবং চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালোলেগেছে আমার কাছে।
যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইণ্ডাষ্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সাথে দারুণ মিল রয়েছে। যতোদিন ধরেই রাফাতকে দেখছি একটা বিষয়ই আমার কাছে ভালোলেগেছে যে তারমধ্যে ভালো কাজ করার একটা চেষ্টা থাকে সবসময়।
আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে। ’
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
অভিনেত্রী রিচি সোলায়মান। বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। আজ থেকে তিনি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালিনায় ‘পরস্পর’ নাটকের মধ্যদিয়ে একটা বিরতির পর আবারো অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল।
নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে। রিচি বলেন,‘ গল্প এবং চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালোলেগেছে আমার কাছে।
যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইণ্ডাষ্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সাথে দারুণ মিল রয়েছে। যতোদিন ধরেই রাফাতকে দেখছি একটা বিষয়ই আমার কাছে ভালোলেগেছে যে তারমধ্যে ভালো কাজ করার একটা চেষ্টা থাকে সবসময়।
আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে। ’