গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৮৪০’। সংস্কৃতি উপদেষ্টার এই ছবিটি এখনও চলছে বিভিন্ন মাল্টিপ্লেক্সে। এরমধ্যেই সাংবাদিক ডেকে জানানো হলো নতুন খবর। সিনেমাটি টিভি পর্দায় ফিরছে ৮ পর্বের সিরিজ হয়ে। ১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, মিলন শেখ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘খুব ভালো লাগছে যে ছবিটা আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই।
এবং টেলিভিশনেই ‘৪২০’ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলেও ছবিটা থাকবে। আর টিভিতে সিরিজ ভার্সন যাচ্ছে। যেটার কাট একটু ডিফারেন্ট। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি। সামনে আরও অনেক রকমের মিডিয়াম আছে যেগুলোতে আমরা এটাকে হাজির করতে পারবো।’ জানানো হয়, অজি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি।
এরমধ্যে চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রোজ রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে। সিনেমা তথা সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫
গত বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৮৪০’। সংস্কৃতি উপদেষ্টার এই ছবিটি এখনও চলছে বিভিন্ন মাল্টিপ্লেক্সে। এরমধ্যেই সাংবাদিক ডেকে জানানো হলো নতুন খবর। সিনেমাটি টিভি পর্দায় ফিরছে ৮ পর্বের সিরিজ হয়ে। ১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, মিলন শেখ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘খুব ভালো লাগছে যে ছবিটা আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে। সেটা হচ্ছে টেলিভিশন মিডিয়াম। আমার উত্থান টেলিভিশনেই।
এবং টেলিভিশনেই ‘৪২০’ একসময় খুব জনপ্রিয় হয়েছিল। ৩টা টিভিতে যাবে পরপর ৮ দিন, ৮ পর্ব হিসেবে যাবে এটা। পরপর ৮ দিন একটা সিরিজ চলা এটাও একটা নতুন ঘটনা হবে। উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলেও ছবিটা থাকবে। আর টিভিতে সিরিজ ভার্সন যাচ্ছে। যেটার কাট একটু ডিফারেন্ট। পর্বগুলোতে গল্পের বিস্তার আরেকটু বেশি। সামনে আরও অনেক রকমের মিডিয়াম আছে যেগুলোতে আমরা এটাকে হাজির করতে পারবো।’ জানানো হয়, অজি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি।
এরমধ্যে চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রোজ রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে। সিনেমা তথা সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ-প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।
চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।