সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন নকীব খান। বিষয়টিকে সামনে রেখে এই শিল্পীকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূর’স ইভেন্ট। যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।
আয়োজনে সরাসরি হাজির থেকে নকীব খান গাইবেন তার জনপ্রিয় সব খান, আর শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। যা পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা। ভিন্ন মাত্রার এই আয়োজন প্রসঙ্গে নকীব খান বলেন, ‘ইভেন্টটিতে আমার সংগীত জীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবোই। এমন সুন্দর সন্ধ্যায় শ্রোতা, সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানাই।’ পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।
আয়োজক সুমী নূর বলেন, ‘আমাদের এটি ৬ষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। এবারও তাই থাকছে। আর কিংবদন্তি নকীব খানের সুরকার জীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ আয়োজক জানান, এই আয়োজনটি উপভোগ করতে হলে গুনতে হবে প্রতিজন ১২০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে নূর’স ইভেন্ট আর গেট সেট রক-এর পেইজে।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন নকীব খান। বিষয়টিকে সামনে রেখে এই শিল্পীকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূর’স ইভেন্ট। যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।
আয়োজনে সরাসরি হাজির থেকে নকীব খান গাইবেন তার জনপ্রিয় সব খান, আর শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। যা পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা। ভিন্ন মাত্রার এই আয়োজন প্রসঙ্গে নকীব খান বলেন, ‘ইভেন্টটিতে আমার সংগীত জীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবোই। এমন সুন্দর সন্ধ্যায় শ্রোতা, সাংবাদিকসহ সকলকে আমন্ত্রণ জানাই।’ পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।
আয়োজক সুমী নূর বলেন, ‘আমাদের এটি ৬ষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। এবারও তাই থাকছে। আর কিংবদন্তি নকীব খানের সুরকার জীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’ আয়োজক জানান, এই আয়োজনটি উপভোগ করতে হলে গুনতে হবে প্রতিজন ১২০০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে নূর’স ইভেন্ট আর গেট সেট রক-এর পেইজে।