বার্লিনাল ট্যালেন্টসে জায়গা পেলেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসাইন। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ অংশ বার্লিনাল ট্যালেন্টস। এখানে বিশ্বের তরুণ চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহক ও কলাকুশলী যাঁরা নিজস্ব ক্ষেত্রে ভালো করছেন, তাঁদের তুলে ধরা হয়।
বার্লিনাল ট্যালেন্টসে বিশ্বের ১২৩টি দেশের ২০১ জন তরুণ অংশগ্রহণ করবেন। ৩ হাজার ৮৩৬টি আবেদনের মধ্য থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে জানা যায়, এই তরুণেরা বার্লিন উৎসব চলার সময় সব সিনেমা দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে ছয় দিনের কর্মশালায় নানা বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পাবেন, তৈরি হবে আন্তর্জাতিক নেটওয়ার্ক।
তরুণদের মধ্যে এ বছর বাংলাদেশ থেকে একমাত্র মাকসুদ জায়গা পেয়েছেন। তিনি বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন দীর্ঘদিন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তাঁর পরিচিতি আছে। মাকসুদের প্রথম সিনেমা সাবা।
গত বছর এটি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিসকভারি প্রোগ্রামে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরে বুসান, রেড সিসহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। বার্লিনাল ট্যালেন্টসে অন্তর্ভুক্ত হওয়ার খবরে মাকসুদ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের।
কারণ, এখানে আবেদন করলেই হয় না। নির্মাতা হিসেবে সিনেমা নিয়ে কী ধরনের কাজ করেছি, সেটাও বিবেচনায় রাখে। যাচাই-বাছাই করে জায়গা দেয়। এখানে সিনেমাসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে যেমন জানার সুযোগ হবে, তেমনি বিশ্বের নানা দেশের তরুণ মেধাবীদের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলার সুযোগ হবে। তৈরি হবে বড় নেটওয়ার্ক।
এই অভিজ্ঞতাকে পরবর্তী প্রজেক্টে কাজে লাগানোর সুযোগ করে দেয় আয়োজনটি।’ মাকসুদ জানান, ২৪ জানুয়ারি গোথেনবার্গ চলচ্চিত্র উৎসবে সাবার ইউরোপিয়ান প্রিমিয়ার। সেখান থেকে বার্লিন উৎসবে অংশ নেবেন তিনি। ১৩ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বার্লিন উৎসব। বর্তমানে পরবর্তী সিনেমা ‘বেবিমুন’-এর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত মাকসুদ হোসাইন।
এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং করতে চান। বার্লিনাল ট্যালেন্টসে বাংলাদেশ থেকে এর আগে জায়গা পেয়েছিলেন নার্গিস আক্তার, কামার আহমাদ সাইমন, রুবাইয়াত হোসেন, নুহাশ হুমায়ূন, রেজওয়ান শাহরিয়ার সুমিত, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি প্রমুখ।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
বার্লিনাল ট্যালেন্টসে জায়গা পেলেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসাইন। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ অংশ বার্লিনাল ট্যালেন্টস। এখানে বিশ্বের তরুণ চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহক ও কলাকুশলী যাঁরা নিজস্ব ক্ষেত্রে ভালো করছেন, তাঁদের তুলে ধরা হয়।
বার্লিনাল ট্যালেন্টসে বিশ্বের ১২৩টি দেশের ২০১ জন তরুণ অংশগ্রহণ করবেন। ৩ হাজার ৮৩৬টি আবেদনের মধ্য থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে জানা যায়, এই তরুণেরা বার্লিন উৎসব চলার সময় সব সিনেমা দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে ছয় দিনের কর্মশালায় নানা বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে জানার সুযোগ পাবেন, তৈরি হবে আন্তর্জাতিক নেটওয়ার্ক।
তরুণদের মধ্যে এ বছর বাংলাদেশ থেকে একমাত্র মাকসুদ জায়গা পেয়েছেন। তিনি বিজ্ঞাপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন দীর্ঘদিন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তাঁর পরিচিতি আছে। মাকসুদের প্রথম সিনেমা সাবা।
গত বছর এটি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডিসকভারি প্রোগ্রামে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরে বুসান, রেড সিসহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়। বার্লিনাল ট্যালেন্টসে অন্তর্ভুক্ত হওয়ার খবরে মাকসুদ বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের।
কারণ, এখানে আবেদন করলেই হয় না। নির্মাতা হিসেবে সিনেমা নিয়ে কী ধরনের কাজ করেছি, সেটাও বিবেচনায় রাখে। যাচাই-বাছাই করে জায়গা দেয়। এখানে সিনেমাসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে যেমন জানার সুযোগ হবে, তেমনি বিশ্বের নানা দেশের তরুণ মেধাবীদের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলার সুযোগ হবে। তৈরি হবে বড় নেটওয়ার্ক।
এই অভিজ্ঞতাকে পরবর্তী প্রজেক্টে কাজে লাগানোর সুযোগ করে দেয় আয়োজনটি।’ মাকসুদ জানান, ২৪ জানুয়ারি গোথেনবার্গ চলচ্চিত্র উৎসবে সাবার ইউরোপিয়ান প্রিমিয়ার। সেখান থেকে বার্লিন উৎসবে অংশ নেবেন তিনি। ১৩ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বার্লিন উৎসব। বর্তমানে পরবর্তী সিনেমা ‘বেবিমুন’-এর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত মাকসুদ হোসাইন।
এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং করতে চান। বার্লিনাল ট্যালেন্টসে বাংলাদেশ থেকে এর আগে জায়গা পেয়েছিলেন নার্গিস আক্তার, কামার আহমাদ সাইমন, রুবাইয়াত হোসেন, নুহাশ হুমায়ূন, রেজওয়ান শাহরিয়ার সুমিত, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি প্রমুখ।