এ সময়ের অভিনেতা আফরান নিশো। তিনি এবার প্রকাশ্যে এলেন নতুন পরিচয়ে। প্রথমবার প্লেব্যাক করলেন তিনি। তারই অভিনীত সিনেমা ‘দাগি’র জন্য নতুন গান গাইলেন এ অভিনেতা। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গত ২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। ‘দাগি’তে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই।
নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।’ ‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি জানান, টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, এ ক্ষেত্রেও তেমন। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সিরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
এ সময়ের অভিনেতা আফরান নিশো। তিনি এবার প্রকাশ্যে এলেন নতুন পরিচয়ে। প্রথমবার প্লেব্যাক করলেন তিনি। তারই অভিনীত সিনেমা ‘দাগি’র জন্য নতুন গান গাইলেন এ অভিনেতা। ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘দাগি’ সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গত ২৬ মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। ‘দাগি’তে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই।
নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইল কেমন লেগেছে। বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে এক সময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়? গানটিতে কণ্ঠ দেয়ার যে কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই কণ্ঠ দিতে রাজি হয়েছি। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দেই।’ ‘দাগি’ থিম সংটির সুরকার ও সংগীতায়োজক আরাফাত মহসীন নিধি জানান, টাইটেল ট্র্যাক শ্রোতারা যেভাবে শুনে অভ্যস্ত, এ ক্ষেত্রেও তেমন। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সিরাই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার, রোমান্টিক গান, অফিশিয়াল পোস্টার।