এই সময়ের দুই উপস্থাপক নীল হুরেজাহান ও মৌসুমী মৌ। তারা এবার চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিক ও উপস্থাপক শাহরিন জেবিনের নিমন্ত্রণে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের নাম ‘ঈদ তারকা সন্ধ্যা’। আগামী ঈদে ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ এ প্রচার হবে অনুষ্ঠানটি। গত বুধবার রাতে ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এর অফিসে নীল ও মৌ জেবিনের সঙ্গে গল্প আড্ডায় শুটিং শেষ করেন। আগামী ঈদে এটি প্রচার হবে বলে নিশ্চিত
করেছেন শাহরিন জেবিন। নীল হুরেজাহান বলেন, ‘ভালো লেগেছে শাহরিন জেবিনের উপস্থাপনায় একটি আয়োজনে অংশগ্রহন করে। আমরা দুই বন্ধু আমি আর মৌসুমী মৌ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমরা সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছি।’ মৌসুমী মৌ বলেন,‘ ভালোলেগেছে এই আয়োজনের অংশ হতে পেরে এবং এবারই প্রথম জেবিনের উপস্থাপনায় কোনো আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হওয়া। আমার সঙ্গে আমার বন্ধু নীল থাকায় সময়টা দারুন কাটলো। সবমিলিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর এর এই আয়োজনটি উপভোগ করেছি।’
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
এই সময়ের দুই উপস্থাপক নীল হুরেজাহান ও মৌসুমী মৌ। তারা এবার চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিক ও উপস্থাপক শাহরিন জেবিনের নিমন্ত্রণে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের নাম ‘ঈদ তারকা সন্ধ্যা’। আগামী ঈদে ‘চ্যানেল টোয়েন্টি ফোর’ এ প্রচার হবে অনুষ্ঠানটি। গত বুধবার রাতে ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এর অফিসে নীল ও মৌ জেবিনের সঙ্গে গল্প আড্ডায় শুটিং শেষ করেন। আগামী ঈদে এটি প্রচার হবে বলে নিশ্চিত
করেছেন শাহরিন জেবিন। নীল হুরেজাহান বলেন, ‘ভালো লেগেছে শাহরিন জেবিনের উপস্থাপনায় একটি আয়োজনে অংশগ্রহন করে। আমরা দুই বন্ধু আমি আর মৌসুমী মৌ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমরা সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছি।’ মৌসুমী মৌ বলেন,‘ ভালোলেগেছে এই আয়োজনের অংশ হতে পেরে এবং এবারই প্রথম জেবিনের উপস্থাপনায় কোনো আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হওয়া। আমার সঙ্গে আমার বন্ধু নীল থাকায় সময়টা দারুন কাটলো। সবমিলিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর এর এই আয়োজনটি উপভোগ করেছি।’