ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও তানজিন তিশা। এবার ঈদে তারা নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন। অপূর্ণ রুবেলের রচনায় ‘ও পাষাণী’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নাটকটির গল্পে দেখা যাবে, শুক্রবার মসজিদে যাওয়ার আগে টিভিতে ঘোষনাটা শুনে যায় রিপন। ঘোষণাটা শোনার জন্যই পায়জামা-পাঞ্জাবি গায়ে দিয়ে এসে টুক করে টিভিটা ছাড়ে। ঘোষিকা তখন টিভিতে বলে যাচ্ছে, এখন জানিয়ে দিচ্ছি আমাদের বিকেলের অধিবেশনের সময়সূচি। বেলা তিনটায় শুরু হবে আজকের শুক্রবারের দ্বিতীয় অধিবেশন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপর গীতা ও ক্রিপিটক পাঠ। বেলা তিনটা ১৫ মিনিটে রয়েছে বাংলা ছায়াছবি ঘাত প্রতিঘাত। শ্রেষ্ঠাংশে জসিম সুচরিতা আহমেদ শরীফ সহ অনেকেই। এতটুকু শুনে টিভিটা বন্ধ করে দেয় রিপন। ব্যাটারিচালিত টিভি। দুই মিনিট বন্ধ রাখলে পরে বাড়তি দুই মিনিট চালানো যাবে। তবে দুই মিনিট না এক মিনিট বন্ধ রাতে। রাতের অনুষ্ঠানসূচিটাও শুনতে হবে। আবার যখন ছাড়ে তখন অলরেডি ঘোষিকা সন্ধ্যা সাতটার ঘোষণা দিচ্ছে। ঘোষণা শোনার পর মনে হয় আজ রিপনের ঈদ। এক দিনে এত অনুষ্ঠান। সবগুলো আসমার আর তার প্রিয়। এত অনুষ্ঠান মানে হলো, আজ বেশি সময় আসমাকে সামনে পাবে। আসমারও একটা প্রস্ততি আছে। তাই নামাজে যাওয়ার আগে প্রথম খবরটা জানাতে হবে ওকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
বুধবার, ০২ এপ্রিল ২০২৫
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ও তানজিন তিশা। এবার ঈদে তারা নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে আসছেন। অপূর্ণ রুবেলের রচনায় ‘ও পাষাণী’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। নাটকটির গল্পে দেখা যাবে, শুক্রবার মসজিদে যাওয়ার আগে টিভিতে ঘোষনাটা শুনে যায় রিপন। ঘোষণাটা শোনার জন্যই পায়জামা-পাঞ্জাবি গায়ে দিয়ে এসে টুক করে টিভিটা ছাড়ে। ঘোষিকা তখন টিভিতে বলে যাচ্ছে, এখন জানিয়ে দিচ্ছি আমাদের বিকেলের অধিবেশনের সময়সূচি। বেলা তিনটায় শুরু হবে আজকের শুক্রবারের দ্বিতীয় অধিবেশন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপর গীতা ও ক্রিপিটক পাঠ। বেলা তিনটা ১৫ মিনিটে রয়েছে বাংলা ছায়াছবি ঘাত প্রতিঘাত। শ্রেষ্ঠাংশে জসিম সুচরিতা আহমেদ শরীফ সহ অনেকেই। এতটুকু শুনে টিভিটা বন্ধ করে দেয় রিপন। ব্যাটারিচালিত টিভি। দুই মিনিট বন্ধ রাখলে পরে বাড়তি দুই মিনিট চালানো যাবে। তবে দুই মিনিট না এক মিনিট বন্ধ রাতে। রাতের অনুষ্ঠানসূচিটাও শুনতে হবে। আবার যখন ছাড়ে তখন অলরেডি ঘোষিকা সন্ধ্যা সাতটার ঘোষণা দিচ্ছে। ঘোষণা শোনার পর মনে হয় আজ রিপনের ঈদ। এক দিনে এত অনুষ্ঠান। সবগুলো আসমার আর তার প্রিয়। এত অনুষ্ঠান মানে হলো, আজ বেশি সময় আসমাকে সামনে পাবে। আসমারও একটা প্রস্ততি আছে। তাই নামাজে যাওয়ার আগে প্রথম খবরটা জানাতে হবে ওকে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।