দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ইলিয়াস জাভেদ। তবে ১৬ এপ্রিল শারীরিক অবস্থার বেশ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। তবে আজ শারীরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।’ বলা প্রয়োজন, ‘নয়ি জিন্দেগি’ নামে একটি উর্দু সিনেমা দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। সিনেমাটি ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ইলিয়াস জাভেদ। তবে ১৬ এপ্রিল শারীরিক অবস্থার বেশ অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। তবে আজ শারীরিক অবস্থার বেশি অবনতি হওয়ায় তাকে বাসার নিকটতম উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।’ বলা প্রয়োজন, ‘নয়ি জিন্দেগি’ নামে একটি উর্দু সিনেমা দিয়ে নায়ক হিসেবে অভিষেক জাভেদের। সিনেমাটি ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ।