ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। আগামী ১৩ মে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশের থেকে বর্ষাকে নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে আলোচনায় অংশ নেয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর সাথে আছে বর্ষার ছবি। আগামী ১৪ এবং ১৫ মে হবে এই বিভাগের আলোচনা পর্ব। আর তাই ১৩ মে কান উৎসবে পৌঁছাবেন বলে জানিয়েছেন বর্ষা। এ নিয়ে দ্বিতীয়বার কানে যাচ্ছেন বর্ষা। প্রথমবার গিয়েছিলেন ২০২২ সালে ৭৫তম আসরে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা। তার মতে, এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবেন বলে জানান বর্ষা।
শনিবার, ১০ মে ২০২৫
ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা। আসরের ওয়ার্ল্ড ওমেন কান এজেন্ডা ডিসকাশন বিভাগে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। আগামী ১৩ মে ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে শুরু হবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আয়োজনে নারীদের নিয়ে আয়োজিত আলোচনা বিভাগে বাংলাদেশের থেকে বর্ষাকে নির্বাচন করা হয়েছে। এরই মধ্যে আলোচনায় অংশ নেয়া অতিথিদের তালিকা প্রকাশ করেছে কান কর্তৃপক্ষ। যেখানে ইসাবেল, মারিয়ানি ও নোরা আরমানীর সাথে আছে বর্ষার ছবি। আগামী ১৪ এবং ১৫ মে হবে এই বিভাগের আলোচনা পর্ব। আর তাই ১৩ মে কান উৎসবে পৌঁছাবেন বলে জানিয়েছেন বর্ষা। এ নিয়ে দ্বিতীয়বার কানে যাচ্ছেন বর্ষা। প্রথমবার গিয়েছিলেন ২০২২ সালে ৭৫তম আসরে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাকর এই আসরে এমন আমন্ত্রণে বেশ উচ্ছ্বসিত বর্ষা। তার মতে, এমন আমন্ত্রণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। আলোচনায় বাংলা চলচ্চিত্র নিয়ে কথা বলবেন বলে জানান বর্ষা।