বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সংগীতশিল্পী হাফিজা শারমিন সুমীর কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়েছে। ‘মিউজিক আলফা’ থেকে প্রকাশিত দলীয় সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে’ গানে অনেকের সঙ্গে সুমী শারমিনও রয়েছেন। তবে সুমী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিনি এককভাবে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। গানটি হলো ‘আমার মন মানে না’। গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন শান শায়েক। গানটি প্রকাশিত হয়েছে ‘সুমী শারমিন’ ইউটিউব চ্যানেলে। ‘মিউজিক আর্ট টিম’ সুমীর গাওয় এই রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও নির্মাণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে সুমী শারমিন বলেন, ‘আমার মন মানে না-আমার ভীষণ ভীষণ প্রিয় একটি রবীন্দ্রসংগীত। এপার বাংলা ওপার বাংলার অনেক শ্রদ্ধেয় শিল্পীই রবীন্দ্রনাথের এই গান গেয়েছেন। অনেকেই খুব ভালো গেয়েছেন। যারা খুব ভালো গেয়েছেন তাদের কণ্ঠেই এই গান বেশি বেশি শুনি। একটা সময় এসে মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি কেমন হয়।’ উল্লেখ্য, আজ থেকে ২৯ বছর আগে তার প্রথম গানের অ্যালবাম ‘পরাণ কান্দে’ প্রকাশিত হয়েছিল সাউন্ডটেক থেকে, তখন সুমী উচ্চ মাধ্যমিকের ছাত্রী।
শনিবার, ১০ মে ২০২৫
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সংগীতশিল্পী হাফিজা শারমিন সুমীর কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীত প্রকাশিত হয়েছে। ‘মিউজিক আলফা’ থেকে প্রকাশিত দলীয় সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে’ গানে অনেকের সঙ্গে সুমী শারমিনও রয়েছেন। তবে সুমী জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তিনি এককভাবে একটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। গানটি হলো ‘আমার মন মানে না’। গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন শান শায়েক। গানটি প্রকাশিত হয়েছে ‘সুমী শারমিন’ ইউটিউব চ্যানেলে। ‘মিউজিক আর্ট টিম’ সুমীর গাওয় এই রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও নির্মাণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গানটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে সুমী শারমিন বলেন, ‘আমার মন মানে না-আমার ভীষণ ভীষণ প্রিয় একটি রবীন্দ্রসংগীত। এপার বাংলা ওপার বাংলার অনেক শ্রদ্ধেয় শিল্পীই রবীন্দ্রনাথের এই গান গেয়েছেন। অনেকেই খুব ভালো গেয়েছেন। যারা খুব ভালো গেয়েছেন তাদের কণ্ঠেই এই গান বেশি বেশি শুনি। একটা সময় এসে মনে হলো যে আমিও একটু চেষ্টা করে দেখি কেমন হয়।’ উল্লেখ্য, আজ থেকে ২৯ বছর আগে তার প্রথম গানের অ্যালবাম ‘পরাণ কান্দে’ প্রকাশিত হয়েছিল সাউন্ডটেক থেকে, তখন সুমী উচ্চ মাধ্যমিকের ছাত্রী।