কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় ক্যাফে দে পালমায় মধ্যাহ্নভোজ করতে এলেন আমেরিকান তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজের সুবাদে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত তিনি। গত শুক্রবার দুপুরে সামনে চলে এলেন ৩৫ বছর বয়সি এই তারকা। গোলাপি পোশাকের সঙ্গে মিলিয়ে সানগ্লাস পরেছেন তিনি। ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১৮ সালের কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তার কয়েকটি ছবি উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন। অভিনেত্রী থেকে পরিচালনায় নাম লিখিয়েছেন এই তারকা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে। আমেরিকান কথাসাহিত্যিক ও শিক্ষক লিডিয়া ইয়াকনাভিচের স্মৃতিগ্রন্থ অবলম্বনে ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ পরিচালনা করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এর মাধ্যমে তার অভিষেক হলো ক্যামেরার পেছনে। ছবিটিতে অভিনয় করেছেন ইমোজেন পুটস, জিম বেলুশি ও থোরা বার্চ।
রোববার, ১৮ মে ২০২৫
কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের চতুর্থ তলায় ক্যাফে দে পালমায় মধ্যাহ্নভোজ করতে এলেন আমেরিকান তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজের সুবাদে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত তিনি। গত শুক্রবার দুপুরে সামনে চলে এলেন ৩৫ বছর বয়সি এই তারকা। গোলাপি পোশাকের সঙ্গে মিলিয়ে সানগ্লাস পরেছেন তিনি। ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১৮ সালের কানের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তার কয়েকটি ছবি উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন। অভিনেত্রী থেকে পরিচালনায় নাম লিখিয়েছেন এই তারকা। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো কান উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে। আমেরিকান কথাসাহিত্যিক ও শিক্ষক লিডিয়া ইয়াকনাভিচের স্মৃতিগ্রন্থ অবলম্বনে ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ পরিচালনা করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এর মাধ্যমে তার অভিষেক হলো ক্যামেরার পেছনে। ছবিটিতে অভিনয় করেছেন ইমোজেন পুটস, জিম বেলুশি ও থোরা বার্চ।