নতুন নাটকে অভিনয় করেছেন জোভান-নীহা জুটি। নাটকের নাম ‘আশিকি’। এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর জেস চরিত্রে দেখা যাবে নাজনীন নীহাকে। এই দুজনকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। সিএমভির ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার। ‘আশিকি’ প্রসঙ্গে এর নির্মাতা জানান, নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হবে। একজন শিল্পীর স্ট্রাগল জয়ের গল্প যেমন আছে তেমনি একজন ধনীর দুলালীর দারুণ এক প্রেমের বয়ানও থাকছে। প্রযোজক-পরিবেশন এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘আশিকি’ নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ঈদের বিশেষ আয়োজনের জন্য। প্রতিষ্ঠানটির ব্যানারে এই ঈদে প্রকাশ পাচ্ছে এমন এক ডজন নাটক ও টেলিছবিÑ যা ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। বিষয়টি এমন নয়, অবশেষে আশিক-জেসের পরিচয় ও প্রেম এবং ঘরপালিয়ে বিয়ে! বরং এই গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন।
মঙ্গলবার, ২৭ মে ২০২৫
নতুন নাটকে অভিনয় করেছেন জোভান-নীহা জুটি। নাটকের নাম ‘আশিকি’। এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর জেস চরিত্রে দেখা যাবে নাজনীন নীহাকে। এই দুজনকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। সিএমভির ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার। ‘আশিকি’ প্রসঙ্গে এর নির্মাতা জানান, নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হবে। একজন শিল্পীর স্ট্রাগল জয়ের গল্প যেমন আছে তেমনি একজন ধনীর দুলালীর দারুণ এক প্রেমের বয়ানও থাকছে। প্রযোজক-পরিবেশন এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘আশিকি’ নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ঈদের বিশেষ আয়োজনের জন্য। প্রতিষ্ঠানটির ব্যানারে এই ঈদে প্রকাশ পাচ্ছে এমন এক ডজন নাটক ও টেলিছবিÑ যা ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে। আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। বিষয়টি এমন নয়, অবশেষে আশিক-জেসের পরিচয় ও প্রেম এবং ঘরপালিয়ে বিয়ে! বরং এই গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন।