আবারও কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা। এ নিয়ে তৃতীয় দফায় ছাঁটাই কর্মকাণ্ড চালাচ্ছে অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি।
এছাড়া এশিয়ার কয়েকটি দেশে ফুড ডেলিভারি এই ব্যবসার অংশ বিক্রি করার জন্য আলোচনাও করছে সংস্থাটি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরও বেশি কর্মতৎপর’ হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে খাদ্য বিতরণ পরিষেবা ফুডপান্ডা। সিঙ্গাপুরে সদর দপ্তর থাকা এই প্রতিষ্ঠানটি শুক্রবার সিএনবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কথা জানিয়ে বৃহস্পতিবার কর্মীদের চিঠি দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।
সেখানে বলা হয়েছে, ‘আমাদের কোম্পানির অগ্রাধিকার এই মুহূর্তে হালকা, আরও দক্ষ এবং আরও চটপটে হওয়া। আর সেটি করার জন্য আমাদের কর্মকাণ্ডকে আরও দক্ষ ও কার্যকর করতে হবে যাতে আমরা আগামী দিনের জন্য আরও কাঠামোগত পদ্ধতি গ্রহণ করতে পারি।’
অবশ্য ঠিক কত সংখ্যক কর্মচারীকে ছাঁটাই তরা হচ্ছে বা কোন কোন বিভাগে এই ছাঁটাই কর্মকাণ্ড চলছে তা উল্লেখ করেননি জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
আবারও কর্মী ছাঁটাই করছে ফুডপান্ডা। এ নিয়ে তৃতীয় দফায় ছাঁটাই কর্মকাণ্ড চালাচ্ছে অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি।
এছাড়া এশিয়ার কয়েকটি দেশে ফুড ডেলিভারি এই ব্যবসার অংশ বিক্রি করার জন্য আলোচনাও করছে সংস্থাটি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আরও বেশি কর্মতৎপর’ হওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবারও কর্মী ছাঁটাই করার কথা জানিয়েছে খাদ্য বিতরণ পরিষেবা ফুডপান্ডা। সিঙ্গাপুরে সদর দপ্তর থাকা এই প্রতিষ্ঠানটি শুক্রবার সিএনবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কথা জানিয়ে বৃহস্পতিবার কর্মীদের চিঠি দিয়েছেন ফুডপান্ডার এপিএসি সিইও জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।
সেখানে বলা হয়েছে, ‘আমাদের কোম্পানির অগ্রাধিকার এই মুহূর্তে হালকা, আরও দক্ষ এবং আরও চটপটে হওয়া। আর সেটি করার জন্য আমাদের কর্মকাণ্ডকে আরও দক্ষ ও কার্যকর করতে হবে যাতে আমরা আগামী দিনের জন্য আরও কাঠামোগত পদ্ধতি গ্রহণ করতে পারি।’
অবশ্য ঠিক কত সংখ্যক কর্মচারীকে ছাঁটাই তরা হচ্ছে বা কোন কোন বিভাগে এই ছাঁটাই কর্মকাণ্ড চলছে তা উল্লেখ করেননি জ্যাকব সেবাস্টিয়ান অ্যাঞ্জেল।