কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জাকির হোসেনের পরিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানী বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যার জন্য দুই সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।’
১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ বেসমারিক সম্মান পান। এছাড়া তিনবার গ্রামি পেয়েছিলেন তিনি। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি।
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
জাকির হোসেনের পরিবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানী বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যার জন্য দুই সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।’
১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন জাকির হোসেন। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাসে তিনি আমেরিকার সর্বোচ্চ বেসমারিক সম্মান পান। এছাড়া তিনবার গ্রামি পেয়েছিলেন তিনি। ভারতের আর কোনো শিল্পীর ঝুলিতে এমন সম্মান আসেনি।