ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। আজ সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগালের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
পিয়া জানিয়েছেন, ১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন তার বাবা। শাবানা আজমি তার প্রোফাইলে সেই ছবি পোস্টও করেছিলেন।
শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের এমপি শশী থারুর।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্ম নেওয়া শ্যাম বেনেগাল চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা থেকে একটি অসাধারণ যাত্রা শুরু করেন। তিনি প্রথমে টেলিভিশন এবং তথ্যচিত্র নির্মাণে কাজ শুরু করেন, এরপর ১৯৭০-এর দশকে ফিচার ফিল্ম নির্মাণে প্রবেশ করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অঙ্কুর’ (১৯৭৪) এক নতুন ধারার সিনেমার সূচনা করে, যেখানে মূলধারা বোলিউডের বানানো চলচ্চিত্রের তুলনায় বাস্তবধর্মী এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উঠে আসে।
বেনেগালের কিছু অতি জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘ভূমিকা’ (১৯৭৭), এবং ‘কালিযুগ’ (১৯৮১)। তার এসব কাজের প্রতিটিতেই দেখা যায়, তিনি সমাজের নানা স্তরের মানুষ, তাদের সম্পর্ক এবং দ্বন্দ্বগুলোকে খুবই নিখুঁতভাবে চিত্রিত করেছেন। তিনি সমাজের অবহেলিত মানুষদের কাহিনির মাধ্যমে একটি নতুন দৃষ্টি দিয়েছিলেন ভারতীয় সিনেমায়।
২০২৩ সালে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।
১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৯৯১ সালে পান পদ্মভূষণ।
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। আজ সোমবার মুম্বাইয়ের একটি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগালের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
পিয়া জানিয়েছেন, ১৪ ডিসেম্বর পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন তার বাবা। শাবানা আজমি তার প্রোফাইলে সেই ছবি পোস্টও করেছিলেন।
শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের এমপি শশী থারুর।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শ্যাম বেনেগালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে জন্ম নেওয়া শ্যাম বেনেগাল চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা থেকে একটি অসাধারণ যাত্রা শুরু করেন। তিনি প্রথমে টেলিভিশন এবং তথ্যচিত্র নির্মাণে কাজ শুরু করেন, এরপর ১৯৭০-এর দশকে ফিচার ফিল্ম নির্মাণে প্রবেশ করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অঙ্কুর’ (১৯৭৪) এক নতুন ধারার সিনেমার সূচনা করে, যেখানে মূলধারা বোলিউডের বানানো চলচ্চিত্রের তুলনায় বাস্তবধর্মী এবং সামাজিক দৃষ্টিভঙ্গি উঠে আসে।
বেনেগালের কিছু অতি জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘ভূমিকা’ (১৯৭৭), এবং ‘কালিযুগ’ (১৯৮১)। তার এসব কাজের প্রতিটিতেই দেখা যায়, তিনি সমাজের নানা স্তরের মানুষ, তাদের সম্পর্ক এবং দ্বন্দ্বগুলোকে খুবই নিখুঁতভাবে চিত্রিত করেছেন। তিনি সমাজের অবহেলিত মানুষদের কাহিনির মাধ্যমে একটি নতুন দৃষ্টি দিয়েছিলেন ভারতীয় সিনেমায়।
২০২৩ সালে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।
১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৯৯১ সালে পান পদ্মভূষণ।