ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টার বিলম্বের পর আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল–আনসারি এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার খবর জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের কাছে তিনজন জিম্মিকে হস্তান্তর করা হবে।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা জানান, চুক্তির শর্ত অনুযায়ী আজ তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তারা হলেন—রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮), দোরোন স্টেইনব্রিচার (৩১)।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ সকালে জানায় যে তিন ঘণ্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।
এর আগে, শনিবার ভোরে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। এর একদিন আগে শুক্রবার, জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে বিলম্বের কারণে তা কয়েক ঘণ্টা পর শুরু হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যেখানে ১,২০০ জনের বেশি নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। পরে, ধাপে ধাপে অনেক জিম্মিকে মুক্তি দেয় হামাস।
হামাসের হামলার পর থেকেই গাজার ওপর ইসরায়েল ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই অভিযানে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।
গাজার লাখো মানুষ নিজের ভিটেমাটি হারিয়ে শরণার্থী হতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক ঘণ্টার বিলম্বের পর আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে (৯টা ১৫ জিএমটি) বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল–আনসারি এক বিবৃতিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার খবর জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের কাছে তিনজন জিম্মিকে হস্তান্তর করা হবে।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবেইদা জানান, চুক্তির শর্ত অনুযায়ী আজ তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। তারা হলেন—রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮), দোরোন স্টেইনব্রিচার (৩১)।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আজ সকালে জানায় যে তিন ঘণ্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।
এর আগে, শনিবার ভোরে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। এর একদিন আগে শুক্রবার, জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে বিলম্বের কারণে তা কয়েক ঘণ্টা পর শুরু হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যেখানে ১,২০০ জনের বেশি নিহত হন এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। পরে, ধাপে ধাপে অনেক জিম্মিকে মুক্তি দেয় হামাস।
হামাসের হামলার পর থেকেই গাজার ওপর ইসরায়েল ব্যাপক বিমান ও স্থল অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই অভিযানে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।
গাজার লাখো মানুষ নিজের ভিটেমাটি হারিয়ে শরণার্থী হতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।