ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন। তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।
ইতামারের দলের আরও দুই সদস্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দলটি জানিয়েছে, তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়। তবে দলটি সরকার পতনের চেষ্টা করবে না বলে জানিয়েছে।
ইতামারের দল এই যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করে আসছে। তারা এটিকে ‘কলঙ্কজনক’ চুক্তি বলে অভিহিত করেছে।
গতকাল শনিবার ভোরে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। এর আগে শুক্রবার জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি—এই অজুহাতে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত বিলম্বিত করে।
রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন। তিনি ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী ধর্মীয় দল জিউইশ পাওয়ার পার্টির নেতা।
ইতামারের দলের আরও দুই সদস্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দলটি জানিয়েছে, তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়। তবে দলটি সরকার পতনের চেষ্টা করবে না বলে জানিয়েছে।
ইতামারের দল এই যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করে আসছে। তারা এটিকে ‘কলঙ্কজনক’ চুক্তি বলে অভিহিত করেছে।
গতকাল শনিবার ভোরে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। এর আগে শুক্রবার জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে হামাস ইসরায়েলি জিম্মিদের তালিকা দেয়নি—এই অজুহাতে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত বিলম্বিত করে।