হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে লেখা এক চিঠিতে তিনি ৬ মার্চ বাহিনী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হালেভির পদত্যাগের ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই আইডিএফের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। তিনি হালেভিকে লেখা এক চিঠিতে নিজের পদত্যাগের কথা জানান, তবে কবে দায়িত্ব ছাড়ছেন তা স্পষ্ট করেননি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছিল বলে দাবি করে তেল আবিব। এছাড়া সেসময় হামাস প্রায় আড়াইশ জনকে জিম্মি করেছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল টানা ১৫ মাস গাজায় সামরিক অভিযান চালায়, যাতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারান।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর দুই দিনের মাথায় হালেভি দেড় বছর আগের ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন।
নিজের পদত্যাগপত্রে হালেভি বলেন, “খুবই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়েছে আইডিএফকে। এক বছর তিন মাস ধরে সাতটি ভিন্ন ফ্রন্টে নিবিড় অভিযান চালাতে হয়েছে। বাহিনীর সামরিক অর্জন মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছে।”
১৭ বছরের মধ্যে এবারই প্রথম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো প্রধান তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের পর লেফটেন্যান্ট জেনারেল ড্যান হালুৎজ মেয়াদ শেষের আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি।
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে লেখা এক চিঠিতে তিনি ৬ মার্চ বাহিনী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হালেভির পদত্যাগের ঘোষণা আসার কিছুক্ষণের মধ্যেই আইডিএফের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেন। তিনি হালেভিকে লেখা এক চিঠিতে নিজের পদত্যাগের কথা জানান, তবে কবে দায়িত্ব ছাড়ছেন তা স্পষ্ট করেননি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়েছিল বলে দাবি করে তেল আবিব। এছাড়া সেসময় হামাস প্রায় আড়াইশ জনকে জিম্মি করেছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল টানা ১৫ মাস গাজায় সামরিক অভিযান চালায়, যাতে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি প্রাণ হারান।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় রোববার থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর দুই দিনের মাথায় হালেভি দেড় বছর আগের ওই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন।
নিজের পদত্যাগপত্রে হালেভি বলেন, “খুবই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়েছে আইডিএফকে। এক বছর তিন মাস ধরে সাতটি ভিন্ন ফ্রন্টে নিবিড় অভিযান চালাতে হয়েছে। বাহিনীর সামরিক অর্জন মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছে।”
১৭ বছরের মধ্যে এবারই প্রথম ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো প্রধান তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের পর লেফটেন্যান্ট জেনারেল ড্যান হালুৎজ মেয়াদ শেষের আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।