যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ এসব অভিবাসীদের বহনকারী তৃতীয় বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা ১১২ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান রোববার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছাল ভারতে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ০৩ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর তৃতীয় দফায় ফেরত পাঠানো হয় আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে।
পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পাঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এছাড়া উত্তরপ্রদেশের দুজন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এবারের তালিকাতেও পাঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ এসব অভিবাসীদের বহনকারী তৃতীয় বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা ১১২ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান রোববার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছাল ভারতে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ০৩ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর তৃতীয় দফায় ফেরত পাঠানো হয় আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে।
পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পাঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এছাড়া উত্তরপ্রদেশের দুজন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এবারের তালিকাতেও পাঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।