ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মাঝপথে সৌদি আরবে এসে পড়েছে। এই ঘটনা সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল, তবে মাঝপথে তা সৌদি আরবে পড়ে। রিপোর্টে ঠিক কোথায় এটি পড়েছে, তা পরিষ্কার করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য কোনো বড় হুমকি সৃষ্টি করেনি।
এদিকে, সৌদি আরব বা হুতি গোষ্ঠী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে হুতি গোষ্ঠী বুধবার জানিয়েছে যে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর এবং তার আশপাশের সমুদ্র এলাকায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল।
পাশাপাশি তারা ইসরায়েলে বিভিন্ন ধরনের হামলাও চালিয়েছে। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগরে হামলা বন্ধ করে দিয়েছিল।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মাঝপথে সৌদি আরবে এসে পড়েছে। এই ঘটনা সম্পর্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ তথ্য প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছিল, তবে মাঝপথে তা সৌদি আরবে পড়ে। রিপোর্টে ঠিক কোথায় এটি পড়েছে, তা পরিষ্কার করা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জন্য কোনো বড় হুমকি সৃষ্টি করেনি।
এদিকে, সৌদি আরব বা হুতি গোষ্ঠী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে হুতি গোষ্ঠী বুধবার জানিয়েছে যে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর এবং তার আশপাশের সমুদ্র এলাকায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল।
পাশাপাশি তারা ইসরায়েলে বিভিন্ন ধরনের হামলাও চালিয়েছে। তবে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগরে হামলা বন্ধ করে দিয়েছিল।